সিঙ্গলদের জন্য প্রেমের দিনে কাটাতে উপহাস করে প্রস্তাব টুইট গুগল ইন্ডিয়া আর ইউ টিউবের। প্রতীকী)
হাইলাইটস
- ভ্যালেন্টাইনস ডে'র দিন সিঙ্গলরা কী করবেন?
- প্রস্তাব দিয়ে রাখল গুগল ইন্ডিয়া
- কী গান শুনবেন? প্রস্তাব দিল ইউ টিউব ইন্ডিয়া
সপ্তাহ ঘুরলেই প্রেমের দিন ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেনটাইনস ডে Valentine's Day)। যুগলেরা এখন থেকেই নিয়ে রেখেছেন একগুচ্ছ পরিকল্পনা। কী খাবেন! কী পরবেন! একে, অপরকে কী উপহার দেবেন! চলছে তালিকা তৈরির কাজ। বিভিন্ন উপহার ও ই-কমার্স সংস্থাগুলো কেনাকাটার ওপর দিতে শুরু করেছে বিশেষ ছাড়। কিন্তু যারা একাকী বা সিঙ্গল? যাঁদের নেই কোনও প্রেমিক বা প্রেমিকা? তাঁরা ১৪ ফেব্রুয়ারি কী করবেন? তার টোটকাও খানিকটা উপহাসের সুরে দিয়ে রাখল গুগল ইন্ডিয়া (Google India)। জনপ্রিয় মিম আর ইউ টিউব গান, যেগুলো ১৪ ফেব্রুয়ারি সঙ্গী হতে পারে একাকীদের, তার ট্রেলার সোশাল মাধ্যমে প্রকাশ করল গুগল ইন্ডিয়া। ইউ টিউব আবার 'তানহাই' গান শোনার প্রস্তাব পাঠাল নেটিজেনদের। দিল চাহতা ছবির সেই গান একাকী নারী বা পুরুষের কাছে ১৪ ফেব্রুয়ারির জব্বর সঙ্গী, এমনটা দাবি করেছে ইউ টিউব (YouTube)।
এদিকে গুগল ইন্ডিয়ার শেয়ার করা প্রস্তাব প্রায় ১৩০০ লাইক আর একাধিক মজাদার কমেন্ট কুড়িয়েছে। যার মধ্যে ইউ টিউব ইন্ডিয়ার কমেন্টও আছে। রসিকতার সুরে ইউ টিউব টুইট করেছে, আমাদের যারা একাকী কমরেড তাঁরা এফ টিপুন, তাহলেই কমেন্ট বক্স এফ-অক্ষরের অর্থে ভরে যাবে।
অনেক নেটিজেন আবার নিজেদের মতো করে এফ-অক্ষর দিয়ে বাক্য বানিয়ে মজা করেছেন টুইটারে:
১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে পালনের আগে এক সপ্তাহ ধরে ভ্যালেন্টাইনস সপ্তাহ পালন করা হয়। ৭ ফেব্রুয়ারি রোজ ডে বা গোলাপ দিবস দিয়ে শুরু হয় সেই সপ্তাহ।
Click for more
trending news