This Article is From Jun 01, 2018

"সীতা ছিলেন ছিলেন টেস্টটিউব বেবি", বললেন যোগী আদিত্যনাথের ডেপুটি

"সীতার জন্মের সময় টেস্টটিউব বেবির অস্তিত্ব ছিল। তাঁর পিতা জনক রাজা মাটি খুঁড়ে একটি মাটির পাত্র পান, সেখান থেকেই বেরিয়ে এসেছিলেন সীতা।

হিন্দু সাংবাদিকতা দিবস উপলক্ষ্যে দীনেশ কুমার এই কথা জানিয়েছেন

লখনউ: উত্তরপ্রদেশের এক মন্ত্রী আধুনিক বিজ্ঞানকে প্রাচীন ভারতের উপহার সম্বন্ধে বলতে গিয়ে বললেন, রামের স্ত্রী সীতা হলেন টেস্টটিউব বেবির প্রথম উদাহরণ। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা আজ এই কথা বলেন।

"সীতার জন্মের সময় টেস্টটিউব বেবির অস্তিত্ব ছিল। তাঁর পিতা জনক রাজা মাটি খুঁড়ে একটি মাটির পাত্র পান, সেখান থেকেই বেরিয়ে এসেছিলেন সীতা। এর অর্থ হল, টেস্টটিউব বেবির প্রযুক্তি তখনও ছিল"। শুক্রবার একটি ভিডিওতে এই কথা বলেন দীনেশ শর্মা। যা অতি দ্রুতগতিতে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 

'হিন্দু সাংবাদিকতা দিবস' সংক্রান্ত একটি অনুষ্ঠানে বুধবার তিনি বক্তৃটা দিতে উঠে এই কথা বলেছেন। ওই একই অনুষ্ঠানে আরেকটি মুক্তো ছড়িয়েছেন তিনি, "সাংবাদিকতা প্রথম শুরু হয়েছিল মহাভারতের আমলে" বলে।

দীনেশ শর্মা বলেন যে, মহাভারতের চরিত্র সঞ্জয়, যে ধৃতরাষ্ট্রকে পুরো কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা দিয়েছিল, সেই জায়গা থেকেই 'লাইভ টেলিকাস্ট' ব্যাপারটির জন্ম। 

তিনি বিশ্বাস করেন যে, 'গুগুল'-এরও একটি রুট রয়েছে প্রাচীন ভারতের দুনিয়ায়। যাঁর থেকে 'গুগল'-এর ধারণার উদ্ভব, তিনি হলেন- নারদ মুনি। যিনি সংবাদদাতা হিসাবেই পরিচিত ছিলেন পুরাণে। "তিনি যে কোনও জায়গায় যখনতখন ঠিক খবরটি নিয়ে পৌঁছে যেতে পারতেন, স্রেফ তিন বার 'নারায়ণ' বলে। ভাবুন!", বলেন মন্ত্রীমশাই।
.