தமிழில் படிக்க हिंदी में पढ़ें Read in English
This Article is From Apr 01, 2019

শত্রুপক্ষের র‍্যাডার খুঁজতে উপগ্রহ উৎক্ষেপণ করল ইসরো

মিশন শক্তির পর আরও একটি মাইলফলক পেরল ইসরো। ইলেকট্রনিক ইন্টেলিজ্যান্স স্টাটেলাইটের উৎক্ষেপণ করল ভারত।

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • শত্রুপক্ষের র্যা ডার খুঁজতে উপগ্রহের উৎক্ষেপণ করল ইসরো
  • ইলেকট্রনিক ইন্টেলিজ্যান্স স্টাটেলাইটের উৎক্ষেপণ করল ভারত
  • এভাবেই নজরদার উপগ্রহ তৈরির দিকে আরেকটু এগিয়ে গেল ভারত
নিউ দিল্লি :

মিশন শক্তির (Mission Sahkti) পর আরও একটি মাইলফলক (Mile stone  ) পেরল ইসরো। ইলেকট্রনিক ইন্টেলিজ্যান্স স্টাটেলাইটের (Electronic Intelligence satellite)  উৎক্ষেপণ করল ভারত। আর এভাবেই নজরদার উপগ্রহ তৈরির দিকে আরেকটু এগিয়ে গেল ভারত। ঠিক ছ'দিন আগে মহাকাশে শক্তির (Mission  Skatti ) প্রমাণ দিয়েছে ভারত। একই সঙ্গে ২৮টি অন্য উপগ্রহের উৎক্ষেপণও করেছে  ইসরো (ISRO)  ।  এবারই প্রথম উৎক্ষেপণ পর্ব সাধারণ মানুষদের দেখতে দেওয়া হয়েছিল। এর মাধ্যমে শত্রুপক্ষের রাড্যার কোথায় আছে তা জানা যাবে। এতদিন পর্যন্ত এই খবর জানতে বিমানের উপর ভরসা করতে হত ভারতকে। কিন্তু এখন মহাকাশকে কাজে  লাগিয়ে নজরদারি চালাতে পারবে ভারত। 

এখন আর কেউ অসহিষ্ণুতার অভিযোগ আনে না, বিরোধীদের কটাক্ষ করে দাবি মোদীর

ইসরোর চেয়ারম্যান  কে সিভান বলেছেন এটাই ভারতের প্রথম থ্রি অরবিট মিশন। গত সপ্তাহে মিশন শক্তির পর মহাকাশে কিছু নমুনা রয়ে  গিয়েছে। সেগুলির সঙ্গে এচদিনের উপগ্রহের সংঘর্ষ হওয়ার আশঙ্কাও থাকছে। 

Advertisement

২৮টি ছোট উপগ্রহের মধ্যে আমেরিকা থেকে শুরু করে সুইজারল্যান্ড এবং স্পেনের উপগ্রহ আছে। এর মধ্যে  ২০ ফ্লোক ৪ এ স্যাটেলাইটও আছে। এ ধরনের উপগ্রহ থেকে  তোলা ছবি-ই বালাকোটের হানা নিয়ে বিতর্কের সৃষ্টি করেছিল।

Advertisement