নালা থেকে বাসটি তোলার জন্য নৌকা ও ক্রেন ব্যবহার করা হয়।
জয়পুর: রাজধানী জয়পুর থেকে ৪০ কিলোমিটার দূরে রাজস্থানের চাকসুতে মঙ্গলবার সকালে নালায় পড়ে গেল একটি বাস। আহত হলেন ৬ জন যাত্রী। ২৫ জন যাত্রীকে নিয়ে আজ ভোরবেলায় জয়পুর থেকে কোটায় যাচ্ছিল বাসটি। জাতীয় সড়ক-১২'র কাছে শীতলা বাঁধের সামনে ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই অকুস্থলে চলে আসে উদ্ধারকারী দল। চলে আসে স্থানীয় পুলিশও। হাত লাগায় সাধারণ মানুষরাও। আহতদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানেই আপাতত তাঁদের চিকিৎসা চলছে। এখনও কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। নালা থেকে বাসটিকে তুলতে ক্রেন ও নৌকার সাহায্য নিতে হয়। ভিতরে আটকে পড়ে যাওয়া যাত্রীদেরও একে একে বের করে আনা হয় তারপর।
শীতলা বাঁধের সামনের সেতুটির দু'পাশ খোলা। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে বলা সত্ত্বেও প্রশাসন ওই সেতুর দু'পাশে কোনও প্রাচীর তুলে দেয়নি। যার ফলে এই দুর্ঘটনা ঘটে। এর আগেও ওই স্থানে এমন বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)