বাসটি পাথরে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
হাইলাইটস
- মর্মান্তিক পথ দুর্ঘটনা ঝাড়খণ্ডে।
- বাসটি পাথরে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
- এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৬।
নয়াদিল্লি: খাদে বাস (Bus) পড়ে ছ'জনের মৃত্যু হল ঝাড়খণ্ডের (Jharkhand) গারওয়ায়। পুলিশ জানিয়েছে, ৩৯ জন আহত হয়েছেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। বাসের ভিতর থেকে একে একে যাত্রীদের বের করে আনা হচ্ছে।
মোবাইলে আসক্তি কমাতে মায়ের পরামর্শ, অভিমানে আত্মঘাতী মেয়ে
বাসটি পাথরে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।