মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, রাজ্য সরকার ষষ্ঠ পে কমিশনের প্রস্তাব মেনে নিচ্ছে।
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শুক্রবার ঘোষণা করলেন, রাজ্য সরকার ষষ্ঠ পে কমিশনের (Sixth Pay Commission) প্রস্তাব মেনে নিচ্ছে। সম্ভবত আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে নতুন পে কমিশন (Pay Commission)৷ রাজ্যের সরকারি কর্মী সংগঠনের সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা কমিশনের প্রস্তাব মেনে নিচ্ছি এবং সহানুভূতির সঙ্গে মেনে নিচ্ছি।'' ২০১৫ সালের ২৭ নভেম্বর ষষ্ঠ পে কমিশন গঠিত হয়েছিল। অধ্যাপক অভিরূপ সরকারকে কমিশনের সভাপতি নিযুক্ত করা হয়েছিল।
রাজীব কুমারের গ্রেফতারির উপর স্থগিতাদেশ প্রত্যাহার কলকাতা হাইকোর্টের
মমতা জানান, বিগত বামফ্রন্ট সরকারের জন্যই এই কমিশন চালু করতে দেরি হল। পে কমিশনের সুপারিশ মেনে নিতে হলে রাজ্য সরকারকে ১০,০০০ কোটি টাকা বার্ষিক খরচ হবে।
এই বিলম্ব প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি শুক্রবারই রিপোর্ট পেয়েছেন।
রাজ্যের সরকারি কর্মী সংগঠনের সভায় তিনি এদিন বলেন, ‘‘আমি পে কমিশনের রিপোর্ট পেয়েছি। আমরা কমিশনের সুপারিশ মেনে নিচ্ছি ও সহানুভূতির সঙ্গে গ্রহণ করছি।''
কেন্দ্রীয় সরকার এরই মধ্যে সপ্তম পে কমিশনের সুপারিশ মেনে নিয়েছে।
পে কমিশনের সুপারিশের মধ্যে বেসিক পে স্কেল বাড়ানোর প্রস্তাবের পাশাপাশি গ্র্যাচুইটি ছ'লক্ষ থেকে দশ লক্ষ করার কথাও বলা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের কর্মীরা মহার্ঘভাতা (ডিএ) বাড়ানোর কথা বলেছেন। তাঁর মতে এটা খেয়াল রাখতে হবে, একমাত্র পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদেরই নিশ্চিত পেনশন স্কিম রয়েছে। তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের পেনশন স্কিম নিশ্চিত নয়।''
তিনি আরও বলেন, ‘‘লোকসভা নির্বাচনের সময় থেকে কিছু মানুষ আপনাদের ভুল পথে চালিত করতে চেয়েছে। কিন্তু আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। আমি আপনাদের হতাশ করব না।''
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)