ঘটনার নেপথ্যে কারও গাফিলতি আছে কিনা দেখা হচ্ছে সেটাও।
কলকাতা:
হাওড়া স্টেশনের রেল ইয়ার্ডে লাইনচ্যুত হল ট্রেন। ঘটনাটি ঘটেছে আজ বিকেলে। রেল সূত্রে খবর শান্টিং প্রক্রিয়ার সময় লাইনচ্যুত হয় এই এসএলআর (সিটিং কাম লাগেজ রেক) টি। ঘটনায় কেউ আহত হননি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র জানিয়েছেন, ঘটনার সময় ট্রেনের ভেতরে কেউ না থাকায় কেউ হতাহত হয়নি। কিন্তু এমনটা কেন হল তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনের চালকের থেকে বিষয়য়টি জেনে নেওয়ার চেষ্টা হবে। ঘটনার নেপথ্যে কারও গাফিলতি আছে কি না দেখা হচ্ছে সেটাও।
পাশাপাশি পরিকাঠামো গত ত্রুটি ছিল কিনা সেটাও দেখা হচ্ছে। এমনিতে লাইনচ্যুত হওয়ার কারণে অনেক ক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। রেলইয়ার্ডে এমন কিছু হলে রেলকর্মীদের আহত হওয়ার আশাঙ্কাও থেকে যায়। সৌভাগ্যক্রমে এদিন তেমন কিছু হয়নি।