এক্স রে ও সিটি স্ক্যানে দেখা যায় ছেলেটির মাড়িতে অসংখ্য দাঁত রয়েছে
চেন্নাই: ৭ বছরের এক পুঁচকে ছেলে, অথচ তার মুখে সারি সারি দাঁত। এইটুকু মুখ আর দাঁতের সংখ্যা এত্তগুলো, খুব স্বাভাবিকভাবেই, দাঁতেদের নিজেদের মধ্যে জায়গা করে নেওয়ার জন্যে ঠেলাঠেলি আর ফলস্বরূপ ছেলেটির মাড়ি সহ মুখ ফুলে ঢোল। না, চকলেট খাওয়ার জন্যে দাঁতে ব্যথা নয়, একটি মুখে অসংখ্য দাঁত গজানোর ফলেই ব্যথায় কাতরাতে হল ছেলেটিকে। পরে জানা যায় একটি বিরল রোগের শিকার ছেলেটি। তাকে চেন্নাইয়ের সাবেথা ডেন্টাল কলেজ ও হাসপাতালে (Saveetha Dental College and Hospital Chennai) নিয়ে গেলে একটি বিরল অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা, ৭ বছরের ছেলের মাড়ি কেটে বের করেন একটি নয়, দুটি নয়, অতিরিক্ত ৫২৬ (526 teeth) টি দাঁত। চিকিৎসকরা জানিয়েছেন ছেলেটি আসলে "কমপাউন্ড কমপোসিট ওনডোন্টোমা" (Compound Composite Ondontoma) নামের একটি বিরল রোগে ভুগছিল। তার জন্যেই তার ডানদিকের নিচের চোয়ালটি ফুলে গিয়ে অসহ্য যন্ত্রণা হতে থাকে ছেলেটির। তখনই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
সি লায়নকে গিলে খাওয়ার চেষ্টা করছে ইয়াব্বড় তিমি, কি হল তারপর? দেখুন সেই বিরল ছবি
":ছেলেটি যখন ৩ বছরের ছিল তখনই তার অভিভাবকরা খেয়াল করেন যে ছেলেটির চোয়াল অপেক্ষাকৃত ফোলা। কিন্তু খুব বেশি ফোলা না থাকায় হয় তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেননি অথবা ছেলেটি ঠিকমতো তাঁর চোয়াল পরীক্ষা করে দেখার ক্ষেত্রে সহযোগিতা করেনি। তারপর যখন তার অসহ্য ব্যথা শুরু হয় তখনই তাকে আমাদের হাসপাতালে এনে ভর্তি করেন অভিভাবকরা", বুধবার ওই বিরল অস্ত্রোপচারের পর জানান হাসপাতালের (Saveetha Dental College and Hospital Chennai) চিকিৎসক পি সেন্থিলনাথন।
তিনি জানান ছেলেটির ডানদিকের নিচের চোয়ালের এক্স-রে ও সিটি-স্ক্যান করে দেখা যায় যে তার চোয়ালের মধ্যে অসংখ্য দাঁত (526 teeth) রয়েছে। তারপরেই চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
নামের বিড়ম্বনা! নিজের বিখ্যাত "গান্ধি" পদবি ছাড়তে চান রাহুল গান্ধি
চিকিৎসক সেন্থিলনাথন বলেন, "সাধারণ অ্যানাসথেসিয়া দেওয়ার পরে আমরা ছেলেটির চোয়াল কেটে সেখানে একটি ছোটখাটো পুঁটলির মতো দেখতে পাই। এরপর প্রায় ২০০ গ্রাম ওজনের ওই ব্যাগটি সাবধানে বের করে আনি আমরা এবং সেখান থেকে মেলে ছোট, মাঝারি এবং বড় আকারের ৫২৬ টি দাঁত" ।
দিন তিনেকের মধ্যেই ছেলেটি সুস্থ হয়ে যাবে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা।
চিকিৎসকদের মতে, এটি বিশ্বের প্রথম নথিযুক্ত ঘটনা (Compound Composite Ondontoma) যেখানে কোনও একজন মানুষের মুখ থেকে এতগুলো দাঁত (526 teeth) পাওয়া গেছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)