বিকেল ৪.৩০ টে নাগাদ কবি সুভাষ থেকে দমদম গামী মেট্রোয় আগুন লেগে ঘণ্টা খানেক বন্ধ ছিল পরিষেবা।
হাইলাইটস
- শুক্রবার বিকেলে অগ্নিকাণ্ডের জেরে সাময়িক বন্ধ ছিল কলকাতা মেট্রো
- কবি সুভাষ থেকে দমদম গামী একটি মেট্রোতে লেগেছিল এই আগুন
- রবীন্দ্র সদনে কামরা ফাঁকা করে আগুন নিয়ন্ত্রণে আনে আরপিএফ
কলকাতা: শুক্রবার দুপুরে কবি সুভাষ থেকে দমদমগামী একটি মেট্রোর কামরায় (Kolkata Metro) আগুন লেগে ছড়াল চাঞ্চল্য। সেই বিভ্রাটের (Fire Incident) কারণে প্রায় ঘণ্টাখানেক স্তব্ধ ছিল মেট্রো রেল পরিষেবা। এদিন জানিয়েছেন কলকাতা মেট্রো রেলের এক কর্তা। জানা গেছে, সেই ট্রেন নেতাজি ভবন স্টেশন ছাড়লেই তৃতীয় ও চতুর্থ কামরার সংযোগকারী অংশে আগুনের ফুলকি দেখতে পান যাত্রীরা। তাঁরা আতঙ্কিত হয়ে এমারজেন্সি চেন টানেন। ঘড়িতে তখন প্রায় বিকেল ৪.৩০ মিনিট। এরপরেই সেই অবস্থায় ট্রেন রবীন্দ্র সদন (Rabindra Sadan) পৌঁছলে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায় আরপিএফ। অগ্নি-নির্বাপক যন্ত্রের সাহায্যে বাগে আনা হয় সেই আগুন। এরপর যাত্রীদের নিরাপদে রবীন্দ্র সদনে নামিয়ে ফাঁকা ট্রেন রওনা দেয় নোয়াপাড়া কারশেডে। প্রায় আধ ঘণ্টা পর ফের স্বাভাবিক হয় মেট্রো চলাচল।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)