This Article is From Oct 02, 2018

মেট্রোয় ধোঁয়া, ঘণ্টা খানেক ব্যহত পরিষেবা

আবারও  মেট্রো পথে  আতঙ্কের সাক্ষী কলকাতা। মেট্রো থেকে ধোঁয়া বেরতে থাকায় পরিষেবা বন্ধ করে দেওয়া হল। পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় এক ঘণ্টা সময় লাগল।

Advertisement
অল ইন্ডিয়া

কী  কারণে এই পরিস্থিতি তৈরি হল তা খতিয়ে দেখা হবে।              

Highlights

  • মেট্রো থেকে ধোঁয়া বেরতে থাকায় পরিষেবা বন্ধ করে দেওয়া হল
  • পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় এক ঘণ্টা সময় লাগল
  • ধোঁয়া বেরতে দেখে প্রথমেই যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়
কলকাতা:

আবারও  মেট্রো পথে  আতঙ্কের সাক্ষী কলকাতা। মেট্রো থেকে ধোঁয়া বেরতে থাকায় পরিষেবা বন্ধ করে দেওয়া হল। পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় এক ঘণ্টা সময় লাগল।

ধোঁয়া বেরতে দেখে  প্রথমেই যাত্রীদের  নিরাপদে বের করে আনা হয়। জানা গিয়েছে সোমবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ  মহাত্মা গান্ধি রোড স্টেশনে ঘটনাটি ঘটেছে।

এই সময়ের মধ্যে ময়দান থেকে কবি সুভাষ স্টেশনের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বাকি অংশে পরিষেবা ব্যহত হয়। মাঝে মধ্যেই মেট্রোয় এ ধরনের ঘটনা ঘটায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।                     

অন্যদিকে মেট্রোর তরফে জানানো হয়েছে কী  কারণে এই পরিস্থিতি তৈরি হল তা খতিয়ে দেখা হবে।              

Advertisement
Advertisement