Smriti Irani: Rape In India: রাহুল গান্ধি সাংবাদিকদের বলেন, ‘‘আমি ক্ষমা চাইব না।’’
হাইলাইটস
- ধর্ষণ নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধিক, সংসদে উঠল দাবি
- 'রেপ ইন ইন্ডিয়া', ঝাড়খণ্ডের সমাবেশ থেকে এমনই বিতর্কিত মন্তব্য করেন রাহুল
- ওই মন্তব্যের জন্যে রাহুল গান্ধির শাস্তি পাওয়া উচিত, বলেন স্মৃতি ইরানি
নয়াদিল্লি: ঝাড়খণ্ডের একটি জন সমাবেশে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধির (Rahul Gandhi) করা বিতর্কিত 'রেপ ইন ইন্ডিয়া' (Rape in India) মন্তব্য ঘিরেই উত্তাল হল সংসদের অধিবেশন। ওই মন্তব্যের জন্যে সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধিকে, উঠল এই দাবিও। ধর্ষণ (Rape) নিয়ে মন্তব্যের জেরে "রাহুল গান্ধিকে শাস্তি দেওয়া উচিত", বলে মন্তব্য করেন স্মৃতি ইরানি (Smriti Irani)। লোকসভা বারে বারে মুলতুবি হয় রাহুলের মন্তব্যের প্রতিবাদে সরকার পক্ষের সাংসদদের বেঞ্চ থেকে ওঠা ‘‘শেম'' ধ্বনিতে। ঝাড়খণ্ডের একটি সমাবেশে দেশে ক্রমবর্ধমান ধর্ষণ নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে ওই কংগ্রেস নেতার (Rahul Gandhi) বিরুদ্ধে। "ইতিহাসে এই প্রথমবার এমন শোনা গেল যে কোনও নেতা বলছেন যে ভারতীয় মহিলাদের ধর্ষণ করা উচিত। রাহুল গান্ধির এই বার্তা কি দেশের জনগণের প্রতি? তাঁর এই মন্তব্যের জন্যে তাঁকে শাস্তি দেওয়া উচিত", শুক্রবার লোকসভায় বলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
দেশে নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ করতে গিয়ে ওই বিতর্কিত মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
তেলেঙ্গানা গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের এনকাউন্টারের ঘটনায় তদন্ত কমিশন গঠন করল সুপ্রিম কোর্ট
রাহুল গান্ধিকে কোনও উত্তর দেওয়ার অনুমতি দেননি স্পিকার। তিনি বাইরে সাংবাদিকদের বলেন, ‘‘আমি ক্ষমা চাইব না... আমাকে ব্যাখ্যা করতে দিন যা আমি বলেছি। আমি বলেছি প্রধানমন্ত্রী কথা বলে চলেছেন ‘মেক ইন ইন্ডিয়া' নিয়ে। সুতরাং যখন কেউ খবরের কাগজ খোলেন তিনি আশা করেন এই সংক্রান্ত কোনও খবর দেখবেন। কিন্তু কাগজ খুললে আমরা কী দেখতে পাই? আমরা দেখি বহু ধর্ষণের মামলা।''
তিনি অভিযোগ করেন, নাগরিকত্ব বিল ও উত্তর-পূর্বের প্রতিবাদ-বিক্ষোভ থেকে মানুষের নজর সরাতেই এমন করছে্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি।
"উন্নাওয়ের থেকেও হাল খারাপ হবে"! হুমকি পোস্টার পেল যোগী-রাজ্যের ধর্ষিতা
বিজেপি সাংসদ স্মৃতি ইরানি বলেন,"সমস্ত পুরুষই ধর্ষক নয়, ‘রেপ ইন ইন্ডিয়া' বলে আসলে গোটা ভারতকেই অপমান করেছেন তিনি ... রাহুল গান্ধি ৫০ ছুঁতে চলেছেন এবং এখনও তিনি বুঝতে পারেন না যে তাঁর এই জাতীয় বক্তব্যে আসলে ভারতে ধর্ষণকে স্বাগত জানানো হচ্ছে বলে মনে হচ্ছে"।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ বলেন, ‘‘যাঁরা এই ধরনের মন্তব্য করেন, তাঁদের এই কক্ষের সদস্য হওয়ার কোনও নৈতিক অধিকারই নেই।''
"নরেন্দ্র মোদি বলেছিলেন 'মেক ইন ইন্ডিয়া' তবে আজকাল যেখানেই দেখেন না কেন দেখবেন এখন চলছে 'রেপ ইন ইন্ডিয়া'। উত্তরপ্রদেশে, এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে একটি মেয়েকে ধর্ষণ করার অভিযোগ ওঠে, তার পরে ওই মেয়েটিকে ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়, কিন্তু এ বিষয়ে নরেন্দ্র মোদি একটি শব্দও উচ্চারণ করেননি", বলেন রাহুল।
তিনি আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী বলেন, ‘বেটি পড়াও, বেটি বাঁচাও'। কিন্তু তিনি বলেননি কাদের থেকে মেয়েদের বাঁচাতে হবে। তাদের বিজেপি বিধায়কদের থেকে বাঁচাতে হবে।''
দেখে নিন এই ভিডিও: