হিন্দি ও বাংলা মিশিয়ে মিনিট কুড়ির মতো বক্তৃতা দেন স্মৃতি ইরানি। (ছবি প্রতীকী)
জয়নগর: বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে বিজেপির সভায় বলতে উঠে প্রায় পুরো সময়টা ধরেই তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর কথায়, পশ্চিমবঙ্গকে সরকারকে কেন্দ্রে আগের কংগ্রেস সরকার থাকার সময় যত অর্থ দিয়েছিল, তার থেকে আড়াই গুণেরও বেশি অর্থ দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। তাঁর দাবি, কংগ্রেসের আমলে রাজ্যকে দেওয়া হয়েছিল ১ লক্ষ কোটি টাকা। সেখানে বিজেপি শাসিত সরকারের আমলে এই রাজ্য পেয়েছে অন্তত ২ লক্ষ ৮০ হাজার কোটি টাকা। এছাড়া, ‘আয়ুষ্মান ভারত' প্রকল্পকে নাকচ করে দেওয়ার জন্যও এই বিজেপি নেত্রী তোপ দাগেন মমতার বিরুদ্ধে।
লোকসভা নির্বাচনে সিপিএমের হাত ধরা নিয়ে দ্বিধাগ্রস্থ প্রদেশ কংগ্রেস
তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন, কেন উনি ‘আয়ুষ্মান ভারত' প্রকল্পের বিরোধিতা করছেন। যেখানে এই প্রকল্পের আওতায় থাকা প্রতিটি গরিব মানুষ চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থসাহায্য পেতে পারেন। অথচ, তৃণমূল নেত্রী তা করতে দিতে রাজি নন। কেন? আপনার শত্রুতা তো নরেন্দ্র মোদীর সঙ্গে। তার জন্য বাংলার মানুষকে বঞ্চিত করছেন কেন”?
নরেন্দ্র মোদীর ভয়ে এক ছাতার তলায় বিরোধী নেতারা, ঝাড়গ্রামে মন্তব্য স্মৃতি ইরানির
হিন্দি ও বাংলা মেশানো মিনিট কুড়ির বক্তৃতায় স্মৃতি ইরানি বলেন, “যে কংগ্রেস এক সময় দিদিকে মেরেছিল, অপমান করেছিল, তাদের সঙ্গে হাত মিলিয়ে জোট করে এখন দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মমতা”।
ফের ক্ষমতায় নরেন্দ্র মোদীকে আনার আহ্বান জানিয়ে তিনি স্লোগান তোলেন, আর একবার মোদী সরকার।
এই সভায় দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য সহ রাজ্য বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা উপস্থিত ছিলেন।