Smriti Irani Throwback: ইনস্টাগ্রামে নিজের এই ছবিটা শেয়ার করেন স্মৃতি ইরানি
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তাঁর পুরনো ছবিতে (Smriti Irani's Old Pic) চমকে দিলেন নিজের ৭ লক্ষ ইনস্টাগ্রাম ফলোয়ারকে। 'ফ্ল্যাশব্যাক ফ্রাইডে'-তে নিজের একটি পুরানো ছবি দিয়ে মজার শিরোনাম দেন স্মৃতি (Smriti Irani)। আজ (শুক্রবার) বিকেলে, তিনি নিজের এই সাদা-কালো ছবিটি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন, ছবিটি দেখে বেশ কয়েক বছরের পুরনো ছবি বলে মনে হচ্ছে। সাদা-কালো ছবিতে স্মৃতি ইরানিকে শার্ট এবং ট্রাউজার পরে ক্যামেরার দিকে তাকিয়ে মোহময়ী হাসি হাসতে দেখা যাচ্ছে। সবসময়ই মজা করতে ভালবাসেন মোদি মন্ত্রিসভার এই সদস্য। তাই নিজের পুরনো ছবি দিয়েও (Smriti Irani Throwback) হাস্যরস তৈরির সুযোগ হাতছাড়া করেননি তিনি। নিজের পুরনো ছবিটি শেয়ার করে যে শিরোনাম তিনি দিয়েছিলেন তা দেখে আপনার হাসতে হাসতে পেটে খিল ধরে যেতে পারে।
Smriti Irani : এক ফ্রেমে স্মৃতি ইরানি বিল গেটস, Caption এ করলেন মন জয়
"ক্যারট সে কদ্দু কি কাহানি (গাজর থেকে কুমড়ো হওয়া পর্যন্ত)", বলে ছবিটির শিরোনাম দেন স্মৃতি ইরানি। শেষে হাসি মুখের একটি ইমোজি দিয়ে হ্যাশট্যাগ ফ্ল্যাশব্যাকফ্রাইডে লেখেন তিনি।
নিচে তাঁর ইনস্টাগ্রাম পোস্টটি দেখুন:
স্মৃতি ইরানির থ্রোব্যাক ছবি এক ঘণ্টার মধ্যে ২০,০০০ 'লাইক' সংগ্রহ করে। তাঁর প্রশংসা করে বেশ কয়েকটি মন্তব্যও করেন অনেকে।
"আমার এই মেয়েটির কথা মনে আছে" লেখেন তাঁর বন্ধু এবং নির্মাতা একতা কাপুর।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী বলেছেন, "আপনি সবসময় ঝলমলে এবং মার্জিত ছিলেন"। অন্য একজন বলেন "সবসময় সুন্দর"।
"কিঁউকি সাস ভি কভি বহু থি,", স্মৃতি ইরানির জনপ্রিয় সিরিয়ালটির কথা উল্লেখ করেন আরেক ইনস্টাগ্রাম ।
মুখে কথা নয়, এবার হাতে তলোয়ার তুলে নিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি!
এমএস ইরানি প্রায় সময়েই ইনস্টাগ্রামে নিজের থ্রোব্যাক ছবি শেয়ার করেন। গত মাসে, তিনি ইনস্টাগ্রামে আরও একটি পুরানো ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে সাদা রঙের পোশাকে দেখা গিয়েছিল এবং তাঁর অকুণ্ঠ প্রশংসা করেন অনেকেই।
স্মৃতি ইরানির ইনস্টাগ্রাম পোস্ট সম্পর্কে আপনার কী ধারণা? আমাদের মন্তব্য বিভাগ ব্যবহার করে জানাতে পারেন সে কথা।
Click for more
trending news