This Article is From Jan 08, 2020

বরফে বন্ধ রাস্তা, পর্যটকদের শিমলা না আসার পরামর্শ

গত ২৪ ঘন্টায় শিমলা ২২ সেন্টিমিটার, ডালহৌসি ৩৫ সেন্টিমিটার আর মানালি ২০ সেন্টিমিটার তুষারপাতে বিপর্যস্ত।

বরফে বন্ধ রাস্তা, পর্যটকদের শিমলা না আসার পরামর্শ

ওই ফেসবুক পেজে তোলা ছবিতে দেখা গিয়েছে, রাস্তা, ঘর-বাড়ির পাশাপাশি সার দিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতেও বরফের পুরু চাদর।

হাইলাইটস

  • তুষারপাতে বিপর্যস্ত শিমলা, এমন ছবি ফেসবুক পেজে ছেড়েছে পুলিশ।
  • গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বরফে বিপর্যস্ত ওই শৈল শহর।
  • পুরু চাদরে মোড়া রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িও।
শিমলা:

ভ্রমণ পিপাসুদের এই মুহূর্তে শিমলা ও মানালি আসতে বারণ করল হিমাচল প্রদেশ পুলিশ। সংবাদসংস্থা পিটিআইয়ের এক সূত্র এমন দাবি করেছে। নতুন করে তুষারপাতের কবলে হিমাচল প্রদেশের এই দুটি শৈল শহর। প্রায় ২৫০টি রাস্তা বন্ধ। সম্প্রতি তুষারপাত সংক্রান্ত একটার পর একটা ছবি ও ভিডিও ফেসবুকে আপলোড করছে পুলিশ। সেই ছবি ও ভিডিওতে স্পষ্ট রাস্তাঘাটে বরফের পুরু চাদর। তার ওপর পড়ে গাছ।পথও যথেষ্ট পিচ্ছিল। ফলে বিকাল ৫টার মধ্যে সব পর্যটকদের হোটেলে ফিরতে অনুরোধ করেছে পুলিশ। হিমাচল প্রদেশ পুলিশের ওই ফেসবুক পেজে তোলা ছবিতে দেখা গিয়েছে, রাস্তা, ঘর-বাড়ির পাশাপাশি সার দিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতেও বরফের পুরু চাদর। মঙ্গলবারই শিমলার নারকান্দায় তুষারপাতে আটকে থাকা এক পর্যটক পরিবারকে উদ্ধার করেছে পুলিশ।

একই অবস্থা মানালির। পুলিশের তৈরি করা বিশেষ ব্যূহের বাইরে যেতে দেওয়া হচ্ছে না পর্যটকবোঝাই গাড়িগুলোকে। তাই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মানালি আসতে বারণ করা হচ্ছে পর্যটকদের, এদিন পিটিআইকে জানান কুলুর এসপি গৌরব সিং। গত ২৪ ঘন্টায় শিমলা ২২ সেন্টিমিটার, ডালহৌসি ৩৫ সেন্টিমিটার আর মানালি ২০ সেন্টিমিটার তুষারপাতে বিপর্যস্ত। একই অবস্থা কল্পা, লাহুল আর স্পিটির। চলতি শীতে উত্তর ভারতে শৈত্যপ্রবাহ রেকর্ড তৈরি করেছে। দিল্লি ও এনসিআর এলাকায় রাতের সর্বনিম্ন একটানা  তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস-এর নীচে রেকর্ড  করা হয়েছে। যা গত ১১৯ বছরে সর্বনিম্ন। যদিও জানুয়ারির প্রথম সপ্তাহে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পাঞ্জাব, হরিয়ানার পরিস্থিতি। কিন্তু ঘন কুয়াশার কারণে ব্যাহত দিল্লিগামী রেল ও বিমান পরিষেবা। প্রায়  ৫-৬ ঘন্টা দেরিতে চলছে দিল্লিগামী ট্রেনগুলো। একই অবস্থা বিমানেরও।                

( PTI থেকে সংগৃহীত)



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.