Read in English
This Article is From May 30, 2018

মনে করা হচ্ছে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েই প্রাণ হারালেন সৈনিক

সন্দেহ করা হচ্ছে নিপাহ ভাইরাসে মারা গেলেন সেনু প্রসাদ, কেরালা থেকে এসেছিলেন এবং ফোর্ট উইলিয়ামে পোস্টিং ছিলেন

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • সন্দেহভাজন নিপাহ ভাইরাসে কলকাতায় একজন সেনা মারা গেছেন
  • তাঁর নমুনা পরীক্ষা করে দেখার জন্য পুনেতে পাঠানো হয়েছে
  • কেরালায় 13 জন মারা গেছে
কলকাতা: গত সোমবার নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক সেনা মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে, যার ফলে কেরালায় ইতিমধ্যে 13 জন মারা গেছে।

সৈনিক সেনু প্রসাদ, কেরালা থেকে এসেছিলেন এবং ফোর্ট উইলিয়ামে পোস্টিং ছিলেন । আক্রান্ত হওয়ার পর তাঁকে  হাসপাতালে ভর্তি করা হয়েছিল ।

তিনি রবিবার মারা যান এবং পরের দিন সমাধিস্থ করা হয়।

তাঁর নমুনা গুলি পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিরোলজি -তে পাঠানো হয়েছে, সারা দেশের মধ্যে একমাত্র এই সংস্থাই পরীক্ষা করে দেখতে পারে যে, ভাইরাসটা নিপাহ ভাইরাস কিনা।
Advertisement
Advertisement