Read in English
This Article is From Aug 17, 2018

কুপওয়াড়ায় সেনা-জঙ্গি গুলির লড়াই, শহিদ জওয়ান

এলাকা ঘিরে চলে তল্লাশি অভিযান শুরু করে সিআরপিএফের 92 নম্বর ব্যাটালিয়ন, 32 রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন গ্রুপ।

Advertisement
অল ইন্ডিয়া

কুপওয়াড়ায় গুলির লড়াই (প্রতীকী ছবি)

নিউ দিল্লি:

জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ায় শহিদ হলেন এক জওয়ান। এখনও সেখানে সংঘর্ষ চলছে। 

কুপওয়াড়া জেলার কারালগুন্ড এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে সেখানে তল্লাশি অভিযান শুরু করে সেনা জওয়ানরা। অভিযানে অংশ নেয় সিআরপিএফের 92 নম্বর ব্যাটালিয়ন, 32 রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন গ্রুপ। এলাকা ঘিরে চলে তল্লাশি অভিযান। তখন জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় জওয়ানদের। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় এক জওয়ানের। 


বেলার দিকে বন্দিপোরা জেলার হাজনেও  জঙ্গিদের সঙ্গে সুরক্ষাবাহিনীর সংঘর্ষ শুরু হয়।

Advertisement