This Article is From Aug 03, 2020

ঈদে ছুটিতে বাড়ি গিয়ে কাশ্মীরে নিখোঁজ জওয়ান! জঙ্গি অপহরণের শিকার, দাবি সেনার

এভাবে ছুটিতে বাড়ি ফেরা জওয়ানদের অপহরণের প্রথা গত তিন বছর ধরে কাশ্মীরে বেড়েছে। সেনা সূত্রে এমন অভিযোগ করা হয়েছে

রাইফেলম্যান সাকির মনজুর নিখোঁজ। (ফাইল ছবি)

শ্রীনগর:

পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে গিয়ে রবিবার রাত থেকে নিখোঁজ এক জওয়ান। সেনা সূত্রে খবর, রাইফেলম্যান শাকির মনজুর ভারতীয় সেনার ১৬২ ব্যাটালিয়নের সদস্য। অনুমান, জঙ্গিরাই তাঁকে অপহরণ করেছে। ভারতীয় সেনার তরফে এই কবর টুইট করে লেখা, "রাইফেলম্যান শাকির মনজুর রবিবার সন্ধ্যা পাঁচটা থেকে নিখোঁজ। তাঁর পরিত্যক্ত গাড়ি দগ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে কুলগামে। অনুমান সন্ত্রাসবাদীরা তাঁকে অপহরণ করেছে। ওই জওয়ানের খোঁজে তল্লাশি চলছে।"

স্থানীয় সূত্রে খবর, রামভামা এলাকায় ওই জওয়ানের দগ্ধ গাড়ি উদ্ধার করেছে তোর বাহিনী। সোফিয়ান, অনন্তনাগ আর কুলগামে তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে তোর বাহিনী। ড্রোন ও স্নিফার ডগের সাহায্য নেওয়া হয়েছে। এদিকে, সন্ত্রাসবাদীদের কাছে মজুরের পরিবারের আবেদন, "তাঁদের ছেলেকে যেন নির্দিষ্ট ঘরে ফিরিয়ে দেওয়া হয়।"

এভাবে ছুটিতে বাড়ি ফেরা জওয়ানদের অপহরণের প্রথা গত তিন বছর ধরে কাশ্মীরে বেড়েছে। সেনা সূত্রে এমন অভিযোগ করা হয়েছে।

.