সিয়াচেনে তুষারপাতে আটজন জওয়ান আটকে পড়েন, চারজনের মৃত্যু হয়েছে।
নয়াদিল্লি: সিয়াচেন হিমবাহের (Siachen Glacier) উত্তরাংশে তুষারপাতে চারজন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় দুজন রক্ষীরও মৃত্যু হয়েছে। আটজন বাহিনীর একটি টহলদারী দলের সদস্য ছিলেন ওই জওয়ানরা, ব্যাপকভাবে তাপমাত্রা নেমে যাওয়ার কারণেই তাঁদের মৃত্যু হয়েছে জানিয়েছেন আধিকারিকরা। একটি টহলদারী দলের সদস্য ছিলেন জওয়ানরা। ১৮,০০০ ফুট উঁচুতে বিকেল ৩টে নাগাদ তুষারপাত হয়। ব্যাপক তল্লাশি অভিযান এবং আটকে পড়া সেনা জওয়ানদের ফিরিয়ে আনতে ব্যাপকভাবে উদ্ধারকাজ শুরু হয়েছে।
মহারাষ্ট্র নিয়ে আরও আলোচনা প্রয়োজন, বৈঠকের পর বললেন শরদ পাওয়ার
আইএএনএসকে এক পদস্থ সেনাকর্তা বলেন, “সেনা জওয়ানরা একটি টহলদারী দলে ছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮,০০০ থেকে ১৯,০০০ ফুট উঁচুতে ছিলেন তাঁরা, সেই সময় তুষারপাত হয়। তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং তাঁদের উদ্ধারকাজ শুরু হয়েছে”। কারাকোরাম পর্বতমালার ২০,০০০ ফুট উঁচুতে রয়েছে সিয়াচেন হিমবাহ, এটিই সবচেয়ে উচ্চতম সেনা মোতায়েন করা এলাকা বলে পরিচিত, যেখানে জওয়ানদের বরফের কামড় এবং ব্যাপক ঝড় থেকে বাঁচতে লড়াই চালাতে হয়।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকিতে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী, আশা আওয়ামি লিগের
শীতকালে এই হিমবাহে তুষারপাত এবং ধ্বস খুবই স্বাভাবিক ব্যাপার, সেখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে।