This Article is From Nov 26, 2019

কয়েকজন রাজ্যপাল সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন, বললেন অধ্যক্ষ

সংবিধানের ৭০ তম বর্ষে সংবিধান দিবস উপলক্ষ্যে বিধানসভার  বিশেষ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

কয়েকজন রাজ্যপাল সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন, বললেন অধ্যক্ষ

রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভাষণের আগে এই মন্তব্য করেন বিধানসভার অধ্যক্ষ (ফাইল)

কলকাতা:

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের পদত্যাগ “গণতন্ত্রের সৌন্দর্য”-এর প্রতিফলন, যখন কয়েকজন রাজ্যপাল সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন, মঙ্গলবার এমনটই বললেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এইমাত্র জানতে পারলাম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। এটা গণতন্ত্রের সৌন্দর্য”। দেবেন্দ্র ফড়নবিশকে বুধবার আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।  এদিন সংবিধানের ৭০ তম বর্ষে সংবিধান দিবস উপলক্ষ্যে বিধানসভার  বিশেষ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কারও নাম না করে তিনি বলেন, “আমরা সম্প্রতি দেখেছি, কয়েকজন রাজ্যপাল সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন”।

রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভাষণের আগে এই মন্তব্য করেন বিধানসভার অধ্যক্ষ। সম্প্রতি রাজ্যের বেশ কয়েকটি ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.