This Article is From May 30, 2018

তেলের দাম '60' পয়সা নয়, 'এক' পয়সা কমেছে

বুধবার দিন পেট্রোল আর ডিজেলের দাম অল্প কমল। পরপর ষোল দিন ধরে দাম বাড়ার পর এই প্রথম।

তেলের দাম '60' পয়সা নয়, 'এক' পয়সা কমেছে

টানা 16 দিনের মূল্যবৃদ্ধির পর, প্রতি লিটারে 3-4 টাকা দাম বেড়ে যাওয়ার পর পেট্রোল ও ডিজেলের দাম অল্প কমল।

বুধবার দিন পেট্রোল আর ডিজেলের দাম অল্প কমল।ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া-কে জানায়, "এই হ্রাসটি 1 পয়সা করা হয়েছিল, কিন্তু একটি ক্ল্যারিকাল ত্রুটির কারণে 25 শে মের প্রচলিত মূল্যটি আজকের মূল্য হিসাবে দেখানো হচ্ছিল"। পরপর ষোল দিন ধরে দাম বাড়ার পর এই প্রথম। বিশ্ববাজারে অশোধিত তেলের দাম কিছুটা শিথিল হওয়ায় প্রতি লিটারে পেট্রোল আর ডিজেলের দাম কমল 1 পয়সা করে। যদিও, এই অল্প দাম কমলেও দিল্লি এবং মুম্বাইয়ের মতো শহরে পেট্রোল আর ডিজেলের দাম সর্বকালের রেকর্ড ছুঁয়ে ফেলেছে। টানা 16 দিন ধরে চারটি মেট্রো শহরে প্রতি লিটারে 3-4 টাকা মূল্যবৃদ্ধির পর এই দাম কমার ব্যাপারটি এল। 13 মে থেকে 29 মে'র মধ্যে দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম বেড়েছিল 3.8 টাকা, কলকাতায় বেড়েছিল 3.74 টাকা, মুম্বাইতে বেড়েছিল 3.76 টাকা এবং চেন্নাইতে বেড়েছিল প্রতি লিটারে 4 টাকা করে। ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে বেড়েছিল 3.38 টাকা, 3.23 টাকা, 3.59 টাকা, 3.62 টাকা।

যে পাঁচটি বিষয় জেনে নেওয়া দরকার:
 
  1. বুধবার সকাল 6’টা থেকে এই নতুন মূল্য কার্যকর হবে। দিল্লিতে প্রতি লিটারে 77.83 টাকা, কলকাতায় প্রতি লিটারে 80.47 টাকা, মুম্বাইতে প্রতি লিটারে 85.65 টাকা এবং চেন্নাইতে প্রতি লিটারে 80.8 টাকা দাম ছিল পেট্রোলের। জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে  68.75 টাকা, 71.3 টাকা, 73.2 টাকা এবং 72.58 টাকা।
  2. বিশ্ববাজারে অশোধিত তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া এবং ডলারের নিরিখে টাকার দাম পড়ে যাওয়াই টানা 16 দিন ধরে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির কারণ।
  3. ভারতে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি সিঙ্গাপুরের গ্যাসোলিনের দাম এবং আরবের গালফ ডিজেলের দামের উপর নির্ভরশীল।
  4. দেশের বিভিন্নপ্রান্তে পেট্রোল ও ডিজেলের দামের তুলনামূলক বিচার করে এটুকু দেখতে পাওয়া যাচ্ছে যে, পেট্রোলের দাম মুম্বাইতে এখনও সর্বাধিক।
মেট্রো শহর / রাজধানী30 মে প্রতি লিটারে পেট্রোলের দামমেট্রো শহর / রাজধানী30 মে প্রতি লিটারে ডিজেলের দাম
পোর্টব্লেয়ার67.06পোর্টব্লেয়ার64.42
পাঞ্জিম71.72ইটানগর66
আগরতলা73.5আইজল66.01
আইজল73.62চণ্ডীগড়66.76
ইটানগর73.64ইম্ফল66.8
চণ্ডীগড়74.85আগরতলা66.83
দমন75.62কোহিমা67.09
সিলভাসা75.7সিমলা68.38
ইম্ফল75.89শিলং68.55
কোহিমা76.26জলন্ধর68.65
পন্ডিচেরি76.59দিল্লি68.75
ভুবনেশ্বর76.64লখনউ68.91
গান্ধীনগর77.12দেরাদুন69.08
শিলং77.18আম্বালা69.27
রাঁচি77.51দমন69.5
দিল্লি77.83সিলভাসা69.57
আম্বালা77.94জম্মু69.91
সিমলা77.99ব্যাঙ্গালোর69.93
রায়পুর78.21পাঞ্জিম69.97
লখনউ78.35গ্যাংটক70.45
দেরাদুন78.86পন্ডিচেরি71.01
ব্যাঙ্গালোর79.1কলকাতা71.3
জম্মু79.52গুয়াহাটি71.78
গুয়াহাটি80.03শ্রীনগর72.13
কলকাতা80.47ভোপাল72.36
জয়পুর80.6রাঁচি72.58
চেন্নাই80.8চেন্নাই72.58
গ্যাংটক80.85মুম্বাই73.2
তিরুঅনন্তপুরম82জয়পুর73.21
শ্রীনগর82.21পাটনা73.44
হায়দরাবাদ82.45ভুবনেশ্বর73.7
জলন্ধর83.08গান্ধীনগর73.89
পাটনা83.3রায়পুর74.22
ভোপাল83.45তিরুঅনন্তপুরম74.6
মুম্বাই85.65হায়দরাবাদ74.73
 
  1. ভারত বিদেশের বাজার থেকে চাহিদার 80 শতাংশ অশোধিত তেল আমদানী করে।

.