This Article is From Sep 21, 2018

সরলেন অধীর, প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন সোমেন

প্রদেশ কংগ্রেসের সভাপতি বদল। সাংসদ অধীর চৌধুরির (Adhir Ranjan Chowdhury) জায়গায় প্রদেশ সভাপতি হচ্ছেন সোমেন মিত্র। এখন থেকে প্রদেশ কংগ্রেসের প্রচার কমিটি গুলির চেয়ারম্যান হিসেবে কাজ চালাবেন অধীর।

সরলেন অধীর, প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন  সোমেন

2014 সালে আবার দলে ফেরেন তিনি। এবার তাঁকেই সভাপতির দ্বায়িত্ব দেওয়া হল।

হাইলাইটস

  • রাজ্য কংগ্রেসের সংগঠনে রদবদল
  • অধীর চৌধুরির জায়গায় সভাপতি হচ্ছেন সোমেন মিত্র
  • নেতৃত্বে রদবদলের সিদ্ধান্ত নিলনে রাহুল গান্ধি
কলকাতা:

প্রদেশ কংগ্রেসের সভাপতি বদল। সাংসদ অধীর চৌধুরির (Adhir Ranjan Chowdhury) জায়গায় প্রদেশ সভাপতি হচ্ছেন সোমেন মিত্র। আর এখন থেকে প্রদেশ কংগ্রেসের প্রচার কমিটি গুলির চেয়ারম্যান হিসেবে কাজ চালাবেন অধীর। পাশাপশি রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যকে রাজ্য শাখার সমন্বয় কমিটির চেয়ারম্যান করা হচ্ছে । 2008 সালে দল ছেড়েছিলেন সোমেন। পরে 2014 সালে আবার দলে ফেরেন তিনি। এবার তাঁকেই সভাপতির দ্বায়িত্ব দেওয়া হল। মোট এগারো জনের প্রদেশ কংগ্রেসের কমিটি ঘোষণা হয়েছে। সেখানে  শঙ্কর মালাকার, নেপাল মাহাতো, আবুহাসেম খান চৌধুরি থাকছেন  কার্যকরী সভাপতি হিসেবে। দল ছাড়ার পর প্রথমে প্রগতিশীল ইন্দিরা কংগ্রেসের সূচনা করেন সোমেন। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ডায়মণ্ড হারবার থেকে সাংসদ নির্বাচিত হন। কিন্তু বছর চারেক আগে ফের কংগ্রেসে  ফিরে আসেন তিনি। 

এদিকে একের পর এক নির্বাচনে হারায় প্রশ্নের মুখে পড়ছিল অধীরের নেতৃত্ব।  শুধু তাই নয় দলেরই একটা অংশ অধীরকে সরানোর দাবি করেছিল বলে খবর। শেষমেশ সেই পথেই হাঁটলেন কংগ্রেস সভাপতি।

.