This Article is From Nov 22, 2018

কথা কাটাকাটি থেকে বচসা, কুঠার দিয়ে মা'কে কুপিয়ে হত্যা করল ছেলে

মায়ের সঙ্গে বচসার জেরে রাগের মাথায় তাকে কুপিয়ে হত্যা করল ছেলে। বুধবার এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলায়।

কথা কাটাকাটি থেকে বচসা, কুঠার দিয়ে মা'কে কুপিয়ে হত্যা করল ছেলে

মাথায় কুঠার দিয়ে মায়ের ওপর কোপ মারতে থাকে সে

গোয়ালতোড়:

মায়ের সঙ্গে বচসার জেরে রাগের মাথায় তাকে কুপিয়ে হত্যা করল ছেলে। বুধবার এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলায়। পুলিশ জানিয়েছে, গোরাচাঁদ মুর্মু নামে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের ওই বাসিন্দা তার মা হীরামণি মুর্মু (৫৫)-কে বুধবার সকালে কুঠার দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের কিছুক্ষণ পরেই তাকে গ্রেফতার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, মায়ের সঙ্গে ঝগড়াঝাঁটি চলছিল গোরাচাঁদের। এমন সময় হঠাৎই রাগের মাথায় কুঠার দিয়ে মায়ের ওপর কোপ মারতে থাকে সে। খানিকক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে হীরামণি। মায়ের মৃতদেহের সঙ্গে ওই ঘরে নিজেকে বন্ধ করে রেখেছিল তারপর গোরাচাঁদ।

পুলিশ জানায়, গোরাচাঁদদের বাড়ি থেকে প্রবল চেঁচামেচির শব্দ শুনে দৌড়ে যায় প্রতিবেশিরা। তারপর গিয়ে দেখে রক্তে ভেসে যাচ্ছে হীরামণির দেহ। তার পাশে চুপ করে বসে আছে গোরাচাঁদ। সঙ্গে সঙ্গেই তাকে আটক করে প্রতিবেশিরা।

মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আগামীকাল অভিযুক্তকে আদালতে তোলা হবে।

.