This Article is From Jan 18, 2019

আত্মহত্যা করল সেনাবাহিনীর খাবার নিয়ে ফেসবুকে পোস্ট করে বরখাস্ত জওয়ানের পুত্র

বরখাস্ত হয়ে যাওয়া বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের ২২ বছরের সন্তান রোহিত যাদবের দেহ বন্ধ ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয়।

আত্মহত্যা করল সেনাবাহিনীর খাবার নিয়ে ফেসবুকে পোস্ট করে বরখাস্ত জওয়ানের পুত্র

বিএসএফের খাবার নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন ওই জওয়ান।

হাইলাইটস

  • বিএসএফ জওয়ানের ছেলে ঘর বন্ধ করে আত্মহত্যা করল।
  • এই মুহূর্তে ওই জওয়ান রয়েছেন কুম্ভমেলাতে
  • পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, এটি আত্মহত্যা
নিউ দিল্লি:

বিএসএফের যে জওয়ান সেনাবাহিনীর খাবারের গুণমান নিয়ে মাসখানেক আগে ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে যথেষ্ট সমালোচনা করেছিলেন এবং তার ফলে তাঁকে বরখাস্ত হতে হয়েছিল, তাঁর পুত্র হরিয়ানার রেওয়ারির বাড়িতে আত্মহত্যা করল। বরখাস্ত হয়ে যাওয়া বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের ২২ বছরের সন্তান রোহিত যাদবের দেহ বন্ধ ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয়। ওই যুবকের হাতে বন্দুক ছিল। পরিবারের তরফে জানানো হয়েছে, এটি আত্মহত্যার ঘটনা। পুলিশ জানিয়েছে, পরিবারের তরফ থেকেই তাদের ফোন করে রোহিতের আত্মহত্যার খবরটি জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে তারা দেখে, দরজাটি ভিতর থেকে আটকানো রয়েছে। দরজা ভেঙে দেখা যায়, দেহটি বিছানায় পড়ে রয়েছে। হাতে বন্দুক। 

রোহিতের বাবা বরখাস্ত হয়ে যাওয়া বিএসএফ কর্মী তেজবাহাদুর যাদব এই মুহূর্তে রয়েছেন কুম্ভমেলাতে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। তাঁকে তাঁর সন্তানের মৃত্যু সংবাদ দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

16u0kv6

 

.