This Article is From Aug 30, 2018

গ্রেফতার হিজ-বুল-মুজাহিদিন প্রধানের ছেলে

হিজবুল- মুজাহিদিন প্রধান সৈয়দ সালহাউদ্দিনের ছেলে শাকিলকে আজ সকালে  গ্রেফতার করল এনআইএ। সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিকভাবে মদত দেওয়ার অভিযোগ রয়েছে  তাঁর বিরুদ্ধে।

গ্রেফতার হিজ-বুল-মুজাহিদিন প্রধানের ছেলে

উপত্যকার একটি প্রসিদ্ধ  হাসপাতালে ল্যাব টেকনিশিয়ানের কাজ করে শাকিল।

শ্রীনগর:

হিজবুল-মুজাহিদিন প্রধান সৈয়দ সালহাউদ্দিনের ছেলে শাকিলকে আজ সকালে গ্রেফতার করল এনআইএ। সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিকভাবে মদত দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। উপত্যকার একটি প্রসিদ্ধ হাসপাতালে ল্যাব টেকনিশিয়ানের কাজ করে শাকিল। এই মামলাটি  শুরু হয় 2011 সালে। অভিযোগ সন্ত্রাসবাদী কাজ কর্মের জন্য কাশ্মীর থেকে পাকিস্তানে টাকা পাঠানো হত। তাতেই গ্রেফতার করা হল শাকিলকে। এনআই এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স যৌথভাবে তল্লাশি চালিয়ে শাকিলকে গ্রেফতার করে। এর আগে জুন মাসে হিজবুল প্রধানের আরেক ছেলে ইউসুফকে গ্রেফতার করা হয়েছিল। ইউসুফ আবার কাজ করত কৃষি দপ্তরে।  গ্রেফতার হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়।     

 

এনআইএ –র দাবি আজিজ আহমেদ ভাট নামে এক ব্যক্তি আমেরিকার একটি সংস্থা  মারফৎ শাকিলকে টাকা পাঠাত। শুধু শাকিল নয় এই কাজে আরও বেশ কয়েকজন জড়িত আছে বলে দাবি তদন্তকারীদের।

সালাউদ্দিনকে আগেই গ্লোবাল টেররিস্ট হিসেবে ঘোষণা করেছে মার্কিন বিদেশ মন্ত্রক।

 

.