This Article is From Oct 24, 2019

Sonam Kapoor And Anand : জানেন কি সোনম কাপুর আর হাবি আনন্দ আহুজার মন এখনও কোথায় পরে?। দেখুন সেই ছবি

সোনম কাপুর এবং তার হাবি আনন্দ আহুজা  জানেন প্রত্যেকটা দিন কে কিভাবে স্মরণীয় করতে হয়।

Sonam Kapoor And Anand : জানেন কি সোনম কাপুর আর হাবি আনন্দ আহুজার মন এখনও কোথায় পরে?। দেখুন সেই  ছবি

Sonam Kapoor And Anand : জানেন কি সোনম কাপুর আর হাবি আনন্দ আহুজার মন এখনও কোথায় পরে?। দেখুন সেই ছবি

হাইলাইটস

  • আনন্দ লেখেন, " প্রত্যেকটা দিনই আমাদের তুলে ধরা উচিত"
  • তিনি লেখেন, "ইজন্যই প্রতিটা দিনই অসাধারণ"
  • সোনাম মন্তব্য করেছেন, আনন্দের এই পোস্টে, লিখেছেন "মাই হটি"
নয়াদিল্লি:

সোনম কাপুর এবং তার হাবি আনন্দ আহুজা  জানেন প্রত্যেকটা দিন কে কিভাবে স্মরণীয় করতে হয়।
সোনম এবং আনন্দ যে মালদ্বীপ সম্পর্কে স্বপ্ন দেখা বন্ধ করতে পারছেন না আনন্দের লেটেস্ট ইনস্টাগ্রাম এন্ট্রি তার প্রমাণ। ফেলে আসা স্মৃতি থেকে আনন্দ তার এবং সোনমের কিছু দুর্ধর্ষ ছবি শেয়ার করেছেন।
ছবিতে দেখা যাচ্ছে নৌকায় একদম চিল্ড মুডে রয়েছেন দম্পতি। হালকা খুনসুটিও করছেন দুজনে । ছবিতে দেখা যাচ্ছে সোনম যখন হালকা জিরিয়ে নিচ্ছেন তখন ঠিক তার পাশেই আনন্দ তার টুপি নিয়ে খেলা করছেন। ছবিতে একেবারে  অসাধারণ লাগছে সোনমকে। লাল রংয়ের পোশাক পরেছেন সোনাম, তার মধ্যে রয়েছে সাদা রঙের পোলকা ডটস। সঙ্গে কালো রঙের সানগ্লাস পরেছেন  আর মাথায় টুপিও রয়েছে।
ক্যাপশনে আনন্দ  লিখেছেন,
" প্রত্যেকটা দিনই আমাদের তুলে ধরা উচিত আর এইজন্যই প্রতিটা দিনই অসাধারণ"।
সোনাম মন্তব্য করেছেন আনন্দের এই পোস্টে,
"মাই হটি" লিখেছেন সোনাম। দেখুন কি লিখেছেন এই পোস্টে

এ মাসের শুরুতেই সোনাম কাপুর এবং আনন্দ আহুজা মালদ্বীপে গিয়েছিলেন বেড়াতে আর সেখান থেকেই  নিয়ম করে মালদ্বীপের নানান ছবি তারা শেয়ার করেছিলেন। ভিডিও শেয়ার করেছিলেন সোনাম তাতে মালদ্বীপে কাটানো সময়ের টুকরো ঝলক ছিল।
সোনাম ক্যাপশনও দিয়েছিলেন মজাদার, লিখেছিলেন," ম্যাজিকাল মালদ্বীপ, রোদের মধ্যে আমার প্রিয় মানুষগুলোর সঙ্গে সমুদ্রতটে কাটানো মুহূর্ত সত্যিই অমূল্য"।

দেখুনতো পোস্ট টি:

আবার আনন্দ আহুজার স্লাইড স্পেশাল সিরিজটি মনে করতে পারছেন!ক্যাপশনে আনন্দ লিখেছিলেন,
"স্লাইডে সোনাম কাপুর বনাম স্লাইডে আমি"?  ICYMI, এই সেই ভিডিও যার কথা বলছিলাম:

অনেক বছর চুটিয়ে প্রেম করার পর গত বছরের মে মাসে সোনাম এবং আনন্দ বিয়ের পিঁড়িতে বসেছিলেন। চার হাত এক হয়েছিল। আনন্দ ফ্যাশন লেভেল "ভান" এবং স্নিকার বুটিক "ভেজ নন ভেজ "এর কর্ণধার।

অন্যদিকে সোনমকে শেষবার জোয়া Factor ছবিতে দেখা গিয়েছিল যেখানে তার বিপরীতে কাজ করেছিলেন  Durquer সালমান এবং অঙ্গদ বেদি। যদিও সোনমের আগামী ছবি কি বা কোন ছবিতে তিনি কাজ করছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

.