This Article is From Sep 28, 2018

সার্জিক্যাল স্ট্রাইক দিবস পালন করতে তৈরি হল গান

বছর  দুয়েক আগে হওয়া সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে তৈরি হল গান। গানটি লিখেছেন প্রসুন জোশি। গেয়েছেন   কৈলাশ খের।

সার্জিক্যাল স্ট্রাইক দিবস পালন করতে  তৈরি হল গান

ইন্ডিয়া গেটের অনুষ্ঠানটি হবে  30 তারিখ। প্রতীকী ছবি।

হাইলাইটস

  • বছর দুয়েক আগে হওয়া সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে তৈরি হল গান
  • গানটি লিখেছেন প্রসুন জোশি। গেয়েছেন কৈলাশ খের
  • দিল্লির একটি অনুষ্ঠানে এই গান গাইবেন কৈলাশ
নিউ দিল্লি:

বছর  দুয়েক আগে হওয়া সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে তৈরি হল গান। গানটি লিখেছেন প্রসুন জোশি। গেয়েছেন   কৈলাশ খের। এভাবেই সার্জিক্যাল স্ট্রাইক দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। নাম ‘ মেরা দেশ মেরি জান’। এই গানের বিষয় সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছেন কৈলাশ খের।

গানের কথা গুলি এরকম, মেরা দেশ মেরি জান হ্যায়, মেরা গর্ভ হ্যায়, অভিমান হ্যায় , অউর ইয়ে অভিমান হ্যায় জিন্দা ক্যুইকি সীমা পার জওয়ান হ্যায়। জল হো ইয়া আসমান, কভি ঝুকে নাহি ভারত কি শান...মেরে দেশ কে জওয়ান, তুজকো শত শত সালাম " দিল্লির একটি অনুষ্ঠানে এই গান গাইবেন কৈলাশ।

ইন্ডিয়া গেটের অনুষ্ঠানটি হবে  30 তারিখ। সেই অনুষ্ঠানেই এই গানটি আনুষ্ঠানিক প্রকাশ পাবে। সেখানে আরও কিছু গান গাওয়া হবে। জানা গিয়েছে এই গানটি বিভিন্ন রেডিও চ্যানেলেও শোনা যাবে। শোনা যাবে অনলাইনেও। 

2016 তারিখের 29 সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা । তাতে ধ্বংস হয় পাকিস্তানের সাতটি জঙ্গি ঘাঁটি। এর আগেও ভারত সরকারের জন্য গান লিখেছেন কৈলাশ। বেটি বাঁচাও বেটি পড়াও, স্বচ্ছ ভারতের মতো প্রকল্পের প্রচারের জন্য কণ্ঠ দিয়েছেন  আল্লাহ কে বান্দের স্রষ্টা।         

 

.