தமிழில் படிக்க Read in English
This Article is From Jun 01, 2019

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত হলেন সনিয়া গান্ধী

নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেও এবারও কংগ্রেসের বিরোধী দলনেতার পদ পাওয়া নিয়ে সংশয় আছে।

Advertisement
অল ইন্ডিয়া

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত হলেন সনিয়া

Highlights

  • কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী
  • দলের নব নির্বাচিত সাংসদরা নেতা বাছতে বৈঠকে বসেন
  • সেখানেই চেয়ারপার্সন হিসেবে সোনিয়ার নাম চূড়ান্ত হয়
নিউ দিল্লি :

কংগ্রেসের সংসদীয় দলের (Congress Parliamentarian Party ) চেয়ারপার্সন  (Chairperson)  নির্বাচিত হলেন সনিয়া গান্ধী (Sonia Gandhi) । আজ দলের নব নির্বাচিত সাংসদরা নেতা  বাছতে বৈঠকে  বসেন। সেখানেই  চেয়ারপার্সন হিসেবে সনিয়ার নাম চূড়ান্ত হয়। তিনিই ঠিক করবেন সংসদে কংগ্রেসের দলনেতা কে  হবেন? বৈঠকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)  সোনিয়ারব নাম নেতা  হিসেবে  প্রস্তাব করেন। দলের নেতারা সেই প্রস্তাবে  রাজি হয়ে যান।  গত ৫ বছর এই দায়িত্ব সামলেছেন কর্নাটকের নেতা মল্লিকার্জুন খাড়গে। এবার তিনিও জিততে পারেননি। নতুন নেতা কে হবেন তা নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী না ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী কে এই দায়িত্ব নেবেন তা নিয়ে চর্চা চলছে প্রথম থেকেই। 

নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেও এবারও কংগ্রেসের বিরোধী দলনেতার পদ পাওয়া নিয়ে সংশয় আছে। যে  পরিমাণ আসন পেলে বিরোধী দলনেতার পদ পাওয়া যায় তার থেকে কংগ্রেসের তিনটি আসন কম আছে। গতবার কংগ্রেসের সাংসদ সংখ্যা ছিল  ৪৪। আর তাই তারা বিরোধী দলনেতার পদ পায়নি। এবারও পরিস্থিতি প্রায় সেরকম।

সংসদীয় দলের  বৈঠকে সোনিয়া কংগ্রেসকে ভোট দেওয়া ১২. ১৩ কোটি ভোটারকে  ধন্যবাদ জানান। ভোটারদের পাশাপাশি ছেলে  রাহুলকেও ধন্যবাদ জানান  মা। নির্বাচনের সময় রাত দিন এক করে  যেভাবে কংগ্রেস সভাপতি মোদী সরকারের সমালোচনা করেছেন, যেভাবে সমাজের সমস্ত  অংশের মানুষের সমস্যা নিয়ে সরব হয়েছেন তা প্রশংসাযোগ্য  বলেই মনে করেন সোনিয়া।

Advertisement

 পাশাপাশি কয়েক মাস আগে কংগ্রেস যে ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং রাজস্থানে জয় পেয়েছে তার জন্যও কংগ্রেস সভাপতির ভূমিকা ছিল বলেই তিনি মনে  করেন ।

Advertisement