This Article is From Sep 23, 2019

২ অক্টোবর দিল্লিতে কংগ্রেসের পদযাত্রায় নেতৃত্বে দেবেন সনিয়া

আগামী ২ অক্টোবর এক বিরাট ‘পদযাত্রা’-র পরিকল্পনা করেছে কংগ্রেস (Congress)। দিল্লিতে দলের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গান্ধি (Sonia Gandhi) ওই পদযাত্রার নেতৃত্ব দেবেন।

২ অক্টোবর দিল্লিতে কংগ্রেসের পদযাত্রায় নেতৃত্বে দেবেন সনিয়া

২ অক্টোবর মহাত্মা গান্ধির দেড়শোতম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে পদযাত্রার পরিকল্পনা করেছে কংগ্রেস।

নয়াদিল্লি:

আগামী ২ অক্টোবর এক বিরাট ‘পদযাত্রা'-র পরিকল্পনা করেছে কংগ্রেস (Congress)। দিল্লিতে দলের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গান্ধি (Sonia Gandhi) ওই পদযাত্রার নেতৃত্ব দেবেন। মহারাষ্ট্রের ওয়ার্ধায় মিছিলের নেতৃত্বে থাকবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি (Rahul Gandhi)। ২ অক্টোবর মহাত্মা গান্ধির দেড়শোতম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে ওই দিন দেশজুড়ে পদযাত্রার পরিকল্পনা করেছে কংগ্রেস। তবে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধি বঢরা কোন মিছিলে থাকবেন তা এখনও ঠিক হয়নি। সূত্রানুসারে, তিনি হয়তো হরিয়ানার মিছিলে থাকতে পারেন। আগামী অক্টোবরে সেখানে বিধানসভা নির্বাচন। দলের এক নেতা জানাচ্ছেন, ‘‘বিহার প্রদেশ কংগ্রেস কমিটিও চেষ্টা করছে প্রিয়ঙ্কাকে চম্পারণে নিয়ে আসতে, যার সঙ্গে গান্ধির যোগ রয়েছে। উত্তরপ্রদেশ ইউনিটও চেষ্টা করছে পদযাত্রায় প্রিয়ঙ্কাকে উপস্থিত করতে।''

প্রসঙ্গত, বিহারের চম্পারণ থেকে মহাত্মা গান্ধি ১৯১৭ সালে প্রথম সত্যাগ্রহ শুরু করেছিলেন।

হাউডি মোদিতে প্রধানমন্ত্রী মোদির 'আবকি বার ট্রাম্প সরকার' স্লোগানে ক্ষুব্ধ কংগ্রেস

এক দলীয় নেতা জানিয়েছেন, প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, দিল্লি প্রদেশ কংগ্রেসের অফিস, যেটি দীনদয়াল উপাধ্যায় মার্গে উপস্থিত সেখান থেকে শুরু হয়ে রাজঘাটে পৌঁছনো মিছিলে থাকবেন সনিয়া গান্ধি।

ওই নেতা জানিয়েছেন, ‘‘তিন কিলোমিটারের পথে থাকবেন অন্য বর্ষীয়ান নেতারাও। ওই ইভেন্টকে সফল করে তুলতে প্রস্তুতি শুরু হয়েছে।''

"২০২১ সালের আদমশুমারিতে মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে": অমিত শাহ

দলীয় সূত্রে জানা গিয়েছে, অন্যদিকে রাহুল গান্ধি থাকবেন মহারাষ্ট্রের ওয়ার্ধায় ২ অক্টোবর যে পদযাত্রা হবে তাতে।

ওইদিনই রাহুল মহারাষ্ট্রের ভোটের প্রচারও শুরু করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

আগামী ২১ অক্টোবর হরিয়ানার সঙ্গে মহারাষ্ট্রেও বিধানসভা নির্বাচন।

দেখুন ভিডিও

.