মুম্বই: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা ঘিরে টালমাটাল বলিউড (Sushant Singh Suicide case)। নেপোটিজম নিয়ে টিনসেল টাউনের প্রভাবশালী অংশকে কাঠগড়ায় তুলছেন বলিউডের একাংশ। এই পরিস্থিতিতে বিস্ফোরক গায়ক সোনু নিগম (Singer Sonu Nigam on Nepotism)। তিনি নাম না করে সলমান খানকে (Salman Khan) কাঠগড়ায় তোলেন। তাঁর আশঙ্কা, "সুশান্তের পর এবার সঙ্গীত জগত থেকে দুঃসংবাদ আসতে পারে।" পরোক্ষে ভাইজানকে অভিযুক্ত করে একটা ভিডিও তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেই ভিডিওয় তিনি বলেছেন, "বলিউডে আজ দুটি সংস্থার হাতে ক্ষমতা। একজন অভিনেতা ঠিক করে দেন কে প্লে-ব্যাক করবে! সেই অভিনেতা, যার বিরুদ্ধে এখন আঙুল উঠছে। তিনি অরিজিত সিংয়ের (Arijit Singh) সঙ্গেও এক কাজ করেছেন। এভাবে চলতে পারে না। আমাকে ডেকে গান রেকর্ড করায়। তারপর সেই গান ডাব করায়! এটা ঠিক না।" খানিকটা অভিভাবকের সুরে সোনু বলেছেন, "এখন অনেক উঠতি গায়কের সঙ্গে আমার কথা হয়। ওরা খুব মানসিক চাপে আছেন। বলিউডের দুটি সংস্থা সব পরিচালনা করে। ওদের হাতেই সব ক্ষমতা। ব্যবসা করা ঠিক আছে, কিন্তু এভাবে শাসন করা ঠিক নয়। আমি খুব ছোট বয়স থেকে বলিউডের সঙ্গে যুক্ত। এখন বেরিয়ে এসেছি। তাই আমার সঙ্গে যদি এমনটা হয়, তাহলে যারা সদ্য এসেছে, তাঁদের কথা ভাবুন!"
সেই ক্ষমতাশীল গোষ্ঠীকে সোনু নিগম বলেছেন, "ওরা আপনাদের সহযোগিতা চায়। একটু খেয়াল রাখুন। আপনারা এভাবে প্রভাব খাটাবেন না। একটু মানবিক আচরণ করুন।" সেই ভিডিওয় তিনি ইন্দো-চিন সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গেও মুখ খুলেছেন। এই গায়ক বলেন, "দেশ এখন নানা সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। মানসিক ভাবে বিধ্বস্ত দেশবাসী। তার মধ্যে সুশান্ত সিংয়ের আত্মহত্যা সবার ওপর প্রভাব ফেলেছে। এত ছোট বয়সে একটা প্রাণ চলে গেল। খারাপ লাগারই কথা। সেই শোক কাটিয়ে ওঠার আগেই সীমান্তে ২০ জওয়ান শহিদ হলেন। আমরা ভারতীয়, তার আগে একজন মানুষ। দুটো ঘটনাই আমাদের মনে প্রভাব ফেলেছে।"