This Article is From Oct 17, 2019

দক্ষিণ ২৪ পরগনা জেলায় গণ পিটুনির জেরে মৃত ১

west Bengal: হাসপাতালে নিয়ে গেলে মুল্লাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তার।  কলকাতার এক সরকারি হাসপাতালে ভর্তি আছে মুনিরুল

দক্ষিণ ২৪ পরগনা জেলায় গণ পিটুনির জেরে মৃত ১

প্রতীকাত্মক ছবি

হাইলাইটস

  • গণ পিটুনির জেরে মৃত ১
  • ঘটনাটি ঘটেছে ভাঙ্গর এলাকায়
  • রক্তাক্ত অবস্থায় পড়েছিল মুনিরুল দেহ
কলকাতা:

বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন এলাকা থেকে গণপিটুনির (mob lynching) খবর আসছে। এর জেরে মৃত্যুও ঘটছে বহু লোকের। এবার রাজ্যেও ঘটল একই ঘটনা। দক্ষিণ ২৪ পরগনা গণ পিটুনির জেরে মারা গেলেন এক ব্যক্তি। প্রাপ্ত খবর অনুসারে এই ব্যক্তি নাকি ভাঙ্গর এলাকায় এক ব্যক্তিকে ছুরি মেরে পালিয়ে যাচ্ছিল, সেই সময়তেই তাকে ধরে ফেলে আশেপাশের লোকেরা, এবং গণপিটুনির জেরে প্রাণ হারায় সে। পুলিশ সূত্র থেকে প্রাপ্ত খবর অনুসারে, মঙ্গলবার গভীর রাতে ভাঙ্গর-এর সতুলিয়া বাজার এলাকায় বাকীউল্লা মুল্লা নামক এক ব্যক্তি  মুনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ছুরি মারে, যার ফলে গভীর ভাবে আহত হয় সে।  

ভাগ্যিস অভিজিৎ বন্দ্যোপাধ্যায় NYAY- র জন্য নোবেল পাননি: তথাগত রায়

পুলিশ সূত্র থেকে জানাই হয়েছে যে, রক্তাক্ত অবস্থায় পড়েছিল মুনিরুল দেহ।  এই ঘটনার প্রত্যক্ষ দর্শীরাই এগিয়ে আসে এবং কিছু লোক মুল্লাকে ধরে মারতে শুরু করে।  এরপর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং সেখান থেকে দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  হাসপাতালে নিয়ে গেলে মুল্লাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তার।  কলকাতার এক সরকারি হাসপাতালে ভর্তি আছে মুনিরুল। সম্পূর্ণ ঘটনার তদন্ত করছে পুলিশ।   

VIDEO:৪.১০.২০১৯ -এর সেরা খবর গুলি



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.