Read in English
This Article is From May 03, 2018

আমেরিকার এফ- 22 ফাইটার জেট সিউল এসে উপস্থিত হয়েছে, সাউথ কোরিয়া জানালো

আমেরিকার এফ- 22 ফাইটার জেট বিমান যুগ্ম এয়ার ফোর্স ড্রিলের জন্য সাউথ কোরিয়ার সিউল এসে উপস্থিত হয়েছে, বুধবার সিউলের তরফে একথা জানান হল।

Advertisement
ওয়ার্ল্ড
Seoul, South Korea : সিউল, সাউথ কোরিয়া: আমেরিকার এফ- 22 ফাইটার জেট বিমান যুগ্ম এয়ার ফোর্স ড্রিলের জন্য সাউথ কোরিয়ার সিউল এসে উপস্থিত হয়েছে, বুধবার সিউলের তরফে একথা জানান হল।


এর আগে এই রাপটর ফাইটার ডিসেম্বর মাসে সাউথ কোরিয়া এসেছিল, যখন সিউল এবং ওয়াশিংটনের মধ্যে যুগ্ম এয়ার অনুশীলন চলছিল। তার ক'দিন পরেই নর্থ কোরিয়া মিসাইল পরীক্ষার জন্য ইউএস স্থলভাগে পাঠায়।

স্থানীয় খবরের কাগজে 8টি আমেরিকান এফ-22 জেটের গওয়াংজুতে আসার খবর পেয়ে নর্থ কোরিয়া সার্জিক্যাল এটাকের ভয় পাচ্ছে। 

মে মাসের 11 তারিখ থেকে 2 সপ্তাহের জন্য দুই দেশের মোট 100 টি এয়ার ক্রাফটের 'ম্যাক্স থান্ডার' ড্রিল প্রদর্শিত হবে।

Advertisement
নর্থ কোরিয়ার লিডার কিম জং উন এবং ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামিটের জন্য পিয়ংয়াং-এ চাপ বাড়ছে বলে চসুন লব দৈনিকের তরফে জানানো হয়।

নর্থ ও সাউথ কোরিয়ার মধ্যবর্তী নিরাপদ গ্রাম হল পানমুনজম। সেখানে গত সপ্তাহে ইন্টার কোরিয়ান সামিট অনুষ্ঠিত হয়েছিল। সম্ভবত এই স্থানেই কোরিয়া ও ইউএস দুই দেশের প্রধানের বৈঠক ও অনুষ্ঠিত হবে।

Advertisement
বৈঠক চলাকালীন এই স্থানের নিরাপত্তা নিশ্চিত করতেই এফ-22 জেট গুলোকে আনা হয়েছে একথাও অনেকে মনে করছেন।
Advertisement