ঘটনার পরে শিশুটির অভিভাবকরা তাকে নিয়ে হাসপাতালে যান
কলকাতা:
চিকিৎসা করাকালীন এক শিশুকে নির্মম প্রহারের অভিযোগে কলকাতার এক স্পিচ থেরাপিস্টকে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার পুলিশ জানিয়েছে।
2 বছর কয়েক মাসের বাচ্চাটিকে ওই থেরাপিস্ট মারার পর তার মাথায় এবং পিঠে গুরুতর আঘাত লাগে। ঘটনাটি সোমবার ওই থেরাপিস্টের আনোয়ার শাহ রোডের ক্লিনিকে ঘটেছে বলে জানান এক পুলিশ আধিকারিক।
“ক্লিনিকের সিসিটিভি ফুটেজ ভালো করে খুঁটিয়ে দেখার পর, আমরা গতকার ওই থেরাপিস্টকে গ্রেফতার করেছি”। জানান ওই অফিসার।
গুরুতর আঘাত লাগার পর শিশুটির অভিভাবকরা চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যান। তারপর তাঁরা চারু মার্কেট থানায় সংশ্লিষ্ট থেরাপিস্টের নামে এফআইআর করেন। জানান তদন্তকারী অফিসার।
শিশু অধিকার আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে ওই চিকিৎসককে। স্থানীয় আদালত আগামী 19 মে পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানান ওই অফিসার।
“অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছে আমাদের ছেলেটা। আমরা চাই না, আর কেউ কখনও কোনওভাবে এরকম একজন চিকিৎসকের কাছে নিজের সন্তানকে নিয়ে যান, যে একটি শিশুর সঙ্গে এতটা অমানবিক আচরণ করতে পারে”। বলেন বাচ্চাটির মা।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)