জরুরি অবতরণ করল স্পাইসজেটের এক বিমান।
বুধবার বিকেলে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করল স্পাইসজেটের এক বিমান। বিমানচালক জানিয়েছেন, বিমানটির ডানা আটকে যাওয়ার ফলেই বিপত্তির সূত্রপাত। শেষ পর্যন্ত জরুরি অবতরণ করার ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বিমানের সমস্ত যাত্রী ও বিমানকর্মীদের কারও কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। বিমানটিতে ১৫০ যাত্রী ও ক্রু সদস্য ছিল। NDTV-কে বিমানবন্দরের অধিকর্তা এস শ্রীকুমার জানিয়েছেন, ‘‘বিকেল ছ'টার সময় বিমানটি জরুরি অবতরণ করে। ডানা খুলছিল না। ফলে অবতরণের প্রয়োজনীয় দূরত্ব বেশি হয়ে গিয়েছিল। তবে সব ঠিক আছে।''
দুর্গাপুজোয় অসভ্যতা, চুরি, ছিনতাইয়ের ঘটনায় শহরজুড়ে ১৬২ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ
বিমানটি দিল্লি থেকে যাত্রা শুরু করেছিল।
ভিডিও দেখুন