সমস্ত যাত্রী ও বিমানকর্মী সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে।
হাইলাইটস
- অবতরণের সময় পিছলে গিয়ে স্পাইসজেটের এক বিমান দিকভ্রষ্ট হল
- সমস্ত যাত্রী ও বিমানকর্মী সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে
- পুণে থেকে আসছিল বিমানটি
নয়াদিল্লি: কলকাতা (Kolkata) বিমানবন্দরে (Air port) অবতরণের সময় পিছলে গিয়ে স্পাইসজেটের (Spicejet) একটি বিমান দিকভ্রষ্ট হল। এর ফলে বিমানের চারটি আলো নষ্ট হয়েছে। তবে কেউ চোট পাননি বলে জানিয়েছে বিমান সংস্থা। বোয়িং ৭৩৭৮০০ বিমানটি, যেটি ফ্লাইট এসজি-২৭৫ হিসেবে চালানো হয়, পুণে থেকে আসছিল। কিন্তু রানওয়েতে অবতরণের সময় ডান দিকে হেলে যায় সেটি। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘প্রবল বৃষ্টির ফলে রানওয়ে ভেজা ছিল। তাই নামার সময় বিমানটি ডান দিকে হেলে যায়। চারটি এজ লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যাত্রীদের নিরাপদেই বিমান থেকে নামানো গিয়েছে। সমস্ত যাত্রী ও বিমানকর্মী সুরক্ষিত রয়েছে।''
রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের মালাড আন্ডারপাসে ডুবে গেল গাড়ি,মৃত ২
পরপর কয়েকটি এই ধরনের ঘটনা ঘটার পর DGCA-র তরফ থেকে দেশের বিমানসংস্থাগুলির কাছে নিরাপত্তাজনিত নির্দেশিকা পাঠানো হয়েছে।
রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন মুম্বই, মৃত ১৬, ট্রেন ও বিমান চলাচলে বিঘ্ন
একটি নির্দেশিকায় বলা হয়েছে, খুব খারাপ আবহাওয়ায় বিমানের ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে বিমানকর্মীদের। প্রত্যেক বিমান সংস্থাকে নিজস্ব ভাবে ঝুঁকির মূল্যায়ণ করে নিতে হবে এই ধরনের আবহাওয়ায়।
সোমবার রাতে আরও একটি স্পাইসজেটের ফ্লাইট যেটি জয়পুর থেকে মুম্বই আসছিল অবতরণের সময় পিছলে যায় মুম্বই বিমানবন্দরের প্রধান রানওয়েতে। জোরে ধাক্কা খায় মাটির সঙ্গে। প্রবল বৃষ্টিতেই এই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে মুম্বই বিমানবন্দরের প্রধান রানওয়েতে বিমান অবতরণ করানো বন্ধ করে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
৩০ জুন আরও একটি স্পাইসজেটের বিমান যেটি ভোপাল থেকে সুরাত আসছিল, প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় রানওয়েতে দিকভ্রষ্ট হয়েছিল সেটিও।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)