বিপর্যয় মোকাবিলা আইনকে অমান্য করলে এক বছরের কারাবাস কিংবা জরিমানা অথবা দুই-ই হতে পারে বলে জানানো হয়েছে।
নয়াদিল্লি: জনসমক্ষে থুতু ফেলাটা (Spitting In Public) এখন শাস্তিযোগ্য অপরাধ। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry)। কড়া বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী পরিবর্তিত গাইডলাইনে কোভিড-১৯ (COVID-19) মোকাবিলায় বুধবার এই নয়া নিয়মের কথা জানিয়েছে মন্ত্রক। পাশাপাশি গাইডলাইনে আরও জানানো হয়েছে সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। বহু শহরে জনসমক্ষে থুতু ফেলাটা অপরাধ। কিন্তু সাধারণ ভাবে দেশের নাগরিকরা সেই আইনকে বহু সময়ই মান্য করেন না।
বৃহন্মুম্বই পুরসভা জনসমক্ষে থুতু ফেলার ক্ষেত্রে ১,০০০ টাকা জরিমানা করে। একই নিয়ম রয়েছে দিল্লির বহু পুরসভায়। করোনা মোকাবিলায় বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, হরিয়ানা, নাগাল্যান্ড ও অসম এরই মধ্যে ধোঁয়াহীন তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করে দিয়েছে। পাশাপাশি জনসমক্ষে থুতু ফেলাটাও নিষিদ্ধ।
৩ মে পর্যন্ত লকডাউনের মেয়ার বাড়ার পরে বুধবার প্রকাশিত পরিবর্তিত গাইডলাইনে স্বরাষ্ট্র মন্ত্রক বিপর্যয় মোকাবিলা আইনের ৫১(বি) আইন অনুসারে জনসমক্ষে থুতু ফেলাটা শাস্তিযোগ্য অপরাধ বলে চিহ্নিত করেছে।
জানানো হয়েছে, জনসমক্ষে থুতু ফেললে শাস্তির পাশাপাশি জরিমানাও গুনতে হবে। মদ, গুটকা, তামাক বিক্রি এবং জনসমক্ষে থুতু ফেলা কঠোর ভাবে নিষিদ্ধ।
বিপর্যয় মোকাবিলা আইনকে অমান্য করলে এক বছরের কারাবাস কিংবা জরিমানা অথবা দুই-ই হতে পারে বলে জানানো হয়েছে।