This Article is From Jun 11, 2020

কৈশোরের থ্রো-ব্যাক ছবিতে সোনম-অর্জুন! দেখুন চিনতে পারেন কিনা

শেষবার জোয়া ফ্যাক্টর ছবিতে দেখা গিয়েছিল সোনম কাপুরকে। আর পানিপথে শেষবার অভিনয় করেছেন অর্জুন কাপুর

কৈশোরের থ্রো-ব্যাক ছবিতে সোনম-অর্জুন! দেখুন চিনতে পারেন কিনা

এই ছবি পোস্ট করেন অর্জুন কাপুরে (সৌজন্য arjunkapoor)

হাইলাইটস

  • সেই ছবি পোস্ট করে কুণাল রাওয়াত
  • ছবিতে সোনম ছাড়াও রয়েছেন অর্জুন কাপুর
  • দেখুন দুই তুতো ভাই-বোনকে চিনতে পারেন কিনা
মুম্বই:

বৃহস্পতিবার পুরনো একটা ছবি পোস্ট করেন অর্জুন কাপুর (Arjun Kapoor throwback Picture)। সেখানে তুতো বোন সোনম কাপুর (Sonam Kapoor) ছাড়াও আছেন খোদ অর্জুন কাপুর। তবে কৈশোরের সেই ছবি দেখে এই দুই তারকাকে খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু নস্টালজিক সেই ছবি এখন বেশ ভাইরাল। আদতে এই দুই জনের বন্ধু কুণাল রাওয়াত ছবিটা শেয়ার করেন প্রথমে। সেখান থেকেই ছড়িয়েছে অন্যদের মধ্যে। সেই পোস্টের নীচে কুণাল লেখেন, "অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পুরনো দিউনের  ছবি।" দেখুন সেই ছবি:

ad5odha8

অর্জুন কাপুরের শেয়ার করা সেই ছবি.

মাঝে-মধ্যেই নিজেদের শৈশবের ছবি পোস্ট করেন সোনম ও অর্জুন কাপুর। দেখুন সেই ছবিগুলো: 

I miss you all..

A post shared by Sonam K Ahuja (@sonamkapoor) on

শেষবার জোয়া ফ্যাক্টর ছবিতে দেখা গিয়েছিল সোনম কাপুরকে। আর পানিপথে শেষবার অভিনয় করেছেন অর্জুন কাপুর। 

.