নিউ দিল্লি: বসন্ত তো এসেই গেছে। রাস্তার ধারে ধারে আগুন রঙের পলাশ, লাল রঙের শিমূল, এদিক ওদিক অমলতাসের রঙ আমাদের চিনিয়ে দিচ্ছে, ঋতুরাজ এসে গিয়েছে। তবে স্রেফ তো ফুলেরা নয়, গুগলও (Google) আজ ঘোষণা করেছে, বসন্ত এসে গেছে। গুগল বুধবার তাঁদের বিশেষ গুগল ডুডল (Google Doodle) দিয়ে বসন্তের আগমনের বার্তা দিয়েছে। পৃথিবী পৃষ্ঠের উপর একটি ফুলের অ্যানিমেটেড ডুডল প্রকাশ করেছে গুগল, যার নাম স্প্রিং ইকুইনক্স (Spring Equinox Doodle) বা মহাবিষুব। বসন্তের প্রথম দিনকে স্প্রিং ইকুইনক্স হিসেবে ডাকা হয়েছে। স্প্রিং ইকুইনক্স এমন একটা দিন যেখানে দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। ইকুইনক্স (Equinox Google Doodle 2019) একটি ল্যাটিন শব্দ। বিশ্বের প্রায় সর্বত্র, রাত্রি এবং দিন ১২ ঘন্টার হয়। ঋতু পরিবর্তনের চিহ্ন হিসাবেও ইকুইনক্স শব্দটি ব্যবহার করা হয়। শীতকালীন ঋতু শেষ করে গ্রীষ্মকালের আগমন সূচিত করে।
ছাত্রীদের প্রেমের 'ফর্মুলা' শেখাতে গিয়ে বরখাস্ত গণিতের অধ্যাপক, দেখুন সেই ভিডিও
ইকুইনক্সের দিনে, সূর্য সরাসরি পূর্বে ওঠে এবং সরাসরি পশ্চিমে অস্তমিত হয়। প্রতি বছর দু'টি করে দিন-রাত্রি সমান হওয়ার ঘটনা ঘটে, একটি মার্চ মাসে এবং অন্যটি সেপ্টেম্বরে। ইক্যুইনক্স' শব্দটি ল্যাটিন শব্দ 'ইক্যুই' থেকে এসেছে, যার অর্থ সমান, এবং 'নক্স' অর্থাৎ রাত্রি। ২০ মার্চ মহাবিষুব এবং ২৩ সেপ্টেম্বর জলবিষুব পালিত হয়।
ট্রেনের টিকিটে প্রধানমন্ত্রীর ছবি, অভিযোগ তৃণমূলের
পৃথিবী তাঁর অক্ষরেখার উপর ২৩.৪ ডিগ্রি কোণে হেলে থাকে। বছরের অন্য দিনে, দক্ষিণ গোলার্ধে বা উত্তর গোলার্ধে সূর্যের দিকে কিছুটা ঝুঁকে আসে। কিন্তু দুইটি বিষুব দিনের সময়, পৃথিবীর অক্ষরেখা সূর্যের রশ্মির সঙ্গে উল্লম্বভাবে অবস্থান করে। মার্চ মাসের বিষুব দিনটিকে জ্যোতির্বিজ্ঞানীরা প্রায়ই ক্রান্তীয় বছরের (Tropical Year) পরিমাপ করতে ব্যবহার করেন। ক্রান্তীয় বছর অর্থাৎ সূর্যের চারপাশে প্রদক্ষিণ করতে পৃথিবীর যতখানি সময় লাগে।