This Article is From Nov 24, 2019

TikTok : শ্রীদেবীর 'নাগিন' নাচ থেকে সলমনের 'দাবাং'...কোনটা দেখবেন?

মানডে ব্লু কাটাতে যদি রবিবার থেকেই কোমর বেঁধে নেমে পড়েন তাহলে অবশ্যই এই টিকটক ভিডিও (TikTok) আপনার জন্য

TikTok : শ্রীদেবীর 'নাগিন' নাচ থেকে সলমনের 'দাবাং'...কোনটা দেখবেন?

শ্রীদেবীর নাগিন নাচ টিকটকে

মানডে ব্লু কাটাতে যদি রবিবার থেকেই কোমর বেঁধে নেমে পড়েন তাহলে অবশ্যই এই টিকটক ভিডিও (TikTok) আপনার জন্য। শ্রীদেবী (Sridevi) থেকে সলমন খান (Salman Khan)---সবাই হাজির আপনার মন ভালো করতে। নাগিন নাচ, হুড়হুড় দাবাং দাবাং স্টাইল নিয়ে। পিছিয়ে নেই সাদাকালো যুগের মধুবালাও। লাস্যে-সৌন্দর্যে তিনিও জয় করছেন সবার মন।

"গাজর থেকে কুমড়ো হওয়ার গল্প": নিজের পুরনো ছবি শেয়ার করলেন স্মৃতি ইরানি

এবার আসি আসল কথায়। এঁরা প্রত্যেকেই তারকাদের ছায়া। রুপোলি দুনিয়ার কেই নন। কিন্তু জনপ্রিয়তায় এঁরা কেউইআসল তারকাদের থেকে কমতি নন। যেমন, রাখি। শ্রীদেবীর বিখ্যাত ছবির সংলাপ বলে, নেচেগেয়ে, স্টাইলে যেন হুবহু শ্রী-এর রেপ্লিকা। ইতিমধ্যেই তাঁর ভিডিও  ৬.৩ মিলিয়ন লাইকস পেয়েছে:

নাজিম খান। সলমন খানের কার্বন কপি। একবার দেখুন এঁকে। ২.৮ ফলোয়ার্স এঁর:

ইনি টিকটকের 'Bebojethwa'। কেন! কারণ, ইনি করিশ্মা কাপুরের রেপ্লিকা। সাজে, স্টাইলে, চলনে-বলনে।

সাদাকালো যুগের সেই অধরা মাধুরীকে একুশ শতকে ফিরে দেখতে চাইলে দেখে নিন টিকটক স্পেশ্যাল মধুবালাকে।

আরে আরে! ক্যাটরিনা কাইফ ভেবে উল্লসিত? ইনি আলিনা রাই। রাই সুন্দরী হবার বদলে ক্যাট সুন্দরী:

Click for more trending news


.