শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইট নম্বর UL-168 বাতিল করা হয়
এদিন কেরালার কোচি বিমানবন্দর থেকে ওড়ার সময় শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি বিমান ধাক্কা মেরে ভেঙে ফেললো একটি রানওয়ে বাতি। বিমানটিতে 227 জন যাত্রী ছিল বলে রবিবার এএনআই রিপোর্টে জানা গেছে।
শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইট নম্বর UL-168-র সমস্ত যাত্রী অবশ্য সুরক্ষিত আছে বলে রিপোর্টে জানানো হয়েছে।
বিমানটির চাকাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়। রানওয়ে কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হলেও এখন তা আবার চালু করে দেওয়া হয়েছে।