This Article is From Dec 18, 2019

সাড়ে চার মাস পর খুলল শ্রীনগরের জামিয়া মসজিদের দরজা

স্থানীয়দের দাবি, স্বাধীনতার পর থেকে কখনও এতদিন বন্ধ থাকেনি এই ত্রয়োদশ শতকে নির্মিত মসজিদ।  

সাড়ে চার মাস পর খুলল শ্রীনগরের জামিয়া মসজিদের দরজা

প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর খুলল শ্রীনগরের জামিয়া মসজিদ।

শ্রীনগর:

প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর প্রার্থনার জন্য দেওয়া হল শ্রীনগরের প্রধান মসজিদ জামিয়া মসজিদের (Jamia Masjid) দরজা। গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের (J&K) ‘স্পেশাল স্ট্যাটাস' (J&K's Special Status) তুলে নেওয়ার পর থেকে বন্ধ ছিল এই মসজিদ। ৩০,০০০ মানুষ একসঙ্গে প্রার্থনা করতে পারেন এখানে। এদিন মুফতি গুলাম রসুলের নেতৃত্বে ৭০ জন প্রার্থনাকারী প্রার্থনা করলেন দুপুরে। স্থানীয়দের দাবি, স্বাধীনতার পর থেকে কখনও এতদিন বন্ধ থাকেনি এই ত্রয়োদশ শতকে নির্মিত মসজিদ।  

সংবাদ সংস্থা এএফপিকে স্থানীয় বাসিন্দা  মহম্মদ ইকবাল জানিয়েছেন, ‘‘আমি বাড়িতেই ছিলাম। হঠাৎ আজান শুনতে পেলাম। দেখলাম জামিয়া মসজিদ থেকে ভেসে আসছে। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। দৌড়ে গিয়ে সাড়ে চার মাস এখানে হওয়া প্রার্থনায় যোগ দিতে গেলাম।''

তিনি বলেন, ‘‘মনে হচ্ছে আমি আবার নিশ্বাস নিতে পারছি। নিঃসন্দেহে আমার খুশির কোনও সীমা নেই আজ। কিন্তু দুঃখের বিষয় হল কাশ্মীর সমস্যার সমাধান এখনও হয়নি।''

(তথ্যসূত্র: এএফপি)

.