हिंदी में पढ़ें
This Article is From Jan 28, 2019

SSC JE Recruitment: এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপিতে চোখ রাখুন

এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য আবেদনের বিশদ জানিয়ে বিজ্ঞপ্তি ১ ফেব্রুয়ারি এসএসসি এবং তার সব অঞ্চলের ওয়েবসাইটেই দেওয়া হবে

Advertisement
অল ইন্ডিয়া Posted by

SSC JE Notification: ১ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি হবে

Highlights

  • জুনিয়ার ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি ১ ফেব্রুয়ারি জারি হবে
  • এই বছরেই হবে নিয়োগের পরীক্ষা
  • এসএসসির ওয়েবসাইটে জানুন বিশদ
নিউ দিল্লি:

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) জুনিয়র ইঞ্জিনিয়ার (junior engineer recruitment) নিয়োগের পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি এসএসসি' র অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-এ পাওয়া যাচ্ছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য আবেদনের বিশদ জানিয়ে বিজ্ঞপ্তি ১ ফেব্রুয়ারি এসএসসি এবং তার সব অঞ্চলের ওয়েবসাইটেই দেওয়া হবে।

তিনবছরে দেশজুড়ে ১৩% বেড়েছে স্কুলছুট! বৃদ্ধির সদুত্তর নেই মানব সম্পদ মন্ত্রীর কাছেও

পদের নাম

Advertisement

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, বৈদ্যুতিক, মেকানিক্যাল), সিপিডব্লিউডি

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, বৈদ্যুতিক, মেকানিক্যাল), এমইএস

Advertisement

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল অ্যান্ড ইলেকট্রিক্যাল), ডিপার্টমেন্ট অফ অব পোস্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ার (সার্ভেইং অ্যান্ড কনট্র্যাক্ট), এমইএস

মাধ্যমিকের আগে ২০০ সভা করতে চায় বিজেপি, আসছেন কেন্দ্রীয় নেতা- মন্ত্রীরা

Advertisement

বয়স সীমা

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, বৈদ্যুতিক, মেকানিক্যাল), সিপিডব্লিউডি - ৩২ বছর

Advertisement

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, বৈদ্যুতিক, মেকানিক্যাল), এমইএস - ৩০ বছর

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল ও ইলেকট্রিক্যাল), ডিপার্টমেন্ট অফ অব পোস্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ার (সার্ভেয়িং ও কনট্র্যাক্ট), এমইএস - ১৮-২৭ বছর

Advertisement

 

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- ১ ফেব্রুয়ারি ২০১৯

আবেদন শুরুর তারিখ- ১ ফেব্রুয়ারি ২০১৯

অফিশিয়াল বিজ্ঞপ্তির জন্য ক্লিক করুন 
 

Advertisement