This Article is From Jan 09, 2019

দেশের প্রথম অর্থনীতি ও হিসাবশাস্ত্রের গবেষণাগার তৈরি করবে সেন্ট জেভিয়ার্স

এই দেশে এমন গবেষণাগার এই প্রথম। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান ডমিনিক স্যাভিও।

দেশের প্রথম অর্থনীতি ও হিসাবশাস্ত্রের গবেষণাগার তৈরি করবে সেন্ট জেভিয়ার্স

সেন্ট জেভিয়ার্স কলেজ দক্ষিণ ২৪ পরগণা জেলার রাঘবপুরে একটি শাখা খুলবে খুব শীঘ্রই

কলকাতা:

অর্থনীতি ও হিসেবশাস্ত্রের পড়ুয়াদের সহায়তার জন্য একটি অর্থনীতি বিষয়ক গবেষণাগার খোলার সিদ্ধান্ত নিল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। মঙ্গলবার এই কথা জানান, রেভারেন্ড (ডঃ) ডমিনিক স্যাভিও। অর্থনীতি এবং হিসাবশাস্ত্রের সমস্ত বৃহৎ তথ্যপঞ্জি পাওয়া যাবে ওই গবেষণাগারে। এই দেশে এমন গবেষণাগার এই প্রথম। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান ডমিনিক স্যাভিও। "এই গবেষণাগারের মাধ্যমে পড়ুয়ারা নিজেদের দক্ষতাকে যেমন আরও সুচারুভাবে ঝালাই করে নিতে পারবে, তেমনই বাজারের সাম্প্রতিক অর্থনীতির পরিস্থিতি সহ শেয়ার বাজারের খবর ইত্যাদি সবই পেয়ে যাবে হাতের কাছে", বলেন তিনি। এর ফলে পড়ুয়ারা লাইব্রেরিতে আরও বেশি করে আসবে বলেও মনে করেন তিনি। 

সংরক্ষণ বিল নিয়ে নিজেদের অবস্থান বদল করল কংগ্রেসঃ ১০'টি তথ্য

এছাড়া, সেন্ট জেভিয়ার্স কলেজ দক্ষিণ ২৪ পরগণা জেলার রাঘবপুরে যে একটি শাখা খুলবে খুব শীঘ্রই, সে ব্যাপারেও সাংবাদিকদের অবগত করেন তিনি। এই বছর১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উচ্চশিক্ষায় তাঁর অসামান্য অবদান স্মরণ করে 'নিহিল আল্ট্রা অ্যাওয়ার্ড' দিয়ে সম্মান জানানো হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.