This Article is From Sep 24, 2018

জিডি কন্সটেবল পদে হাজার হাজার নিয়োগ, জেনে নিন কীভাবে আবেদন করবেন

জিডি কন্সটেবল পদে নিয়োগ করছে স্ট্যাফ সিলেকশন কমিশন। মোট 54 হাজার 953 টি পদের জন্য জুলাই মাসে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

Advertisement
অল ইন্ডিয়া

মোট 100 টি প্রশ্ন থাকবে। উত্তর দিতে হবে 2 ঘণ্টার মধ্যে।    

Highlights

  • জিডি কন্সটেবল পদে নিয়োগ করছে স্ট্যাফ সিলেকশন কমিশন
  • ট 54 হাজার 953 টি পদের জন্য হচ্ছে নিয়োগ প্রক্রিয়া
  • গত মাসের 17 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে
নিউ দিল্লি :

জিডি কন্সটেবল পদে নিয়োগ করছে স্ট্যাফ সিলেকশন কমিশন। মোট 54 হাজার 953 টি পদের জন্য জুলাই মাসে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত মাসের 17 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এ মাসের 30 তারিখ পর্যন্ত আবেদন করা  যাবে। পরীক্ষা পাস করলে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ আইটিবিপি এবং এনআইএ-র মতো বাহিনীতে চাকরি মিলবে।  প্রথমে ঠিক ছিল এ মাসের 17 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে না।  পরে আবেদনের সময়সীমা বাড়ানো হয়। পরীক্ষা শুরু হতে আর বেশি দিন বাকি নেই। এখন থেকেই আবেদনকারীদের পুরোদমে প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। দেখে নিন   প্রশ্নপত্র কেমন হয়

 

প্রশ্নপত্রের প্যাটার্ন

Advertisement

কন্সটেবল পদে লিখিত পরীক্ষা হবে। অনলাইনে এই পরীক্ষায় বসতে হবে। মোট 100 টি প্রশ্ন থাকবে। উত্তর দিতে হবে 2 ঘণ্টার মধ্যে।    

 জেনারেল নলেজ অ্যান্ড রিজনিং    
25 টি প্রশ্ন- 25 নম্বর  
জেনারেল নলেজ অ্যান্ড আয়ার্নেস

Advertisement

25টি প্রশ্ন- 25 নম্বর

এলিমিন্টারি ম্যাথামেটিক্স
25টি প্রশ্ন- 25 নম্বর
ইংরেজি/ হিন্দি  
25 টি প্রশ্ন- 25 নম্বর
 

Advertisement