This Article is From Nov 15, 2018

কাজ না করে শুধুই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, কেন্দ্র- রাজ্যকে একযোগে আক্রমণ গৌরব গগৈয়ের

কেন্দ্র এং  রাজ্যের সরকারকে  একযোগে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেসের  পর্যবেক্ষক গৌরব গগৈ। 

কাজ না করে শুধুই  বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, কেন্দ্র- রাজ্যকে  একযোগে আক্রমণ গৌরব গগৈয়ের

মাত্র  কয়েকদিন আগে জোটের ব্যাপারে  কার্যত  অনিহা  দেখিয়েছিলেন প্রদেশ সভাপতি।

হাইলাইটস

  • কেন্দ্র এং রাজ্যের সরকারকে একযোগে আক্রমণ কংগ্রেসের পর্যবেক্ষক
  • উন্নয়ন মূলক কাজ না করে কোটি টাকার বিজ্ঞাপন দিতেই ব্যস্তঃ গৌরব
  • জোট হবে কিনা তা ঠিক হবে রাজ্য নেতাদের মতামত গুরুত্ব দিয়েঃ গৌরব
কলকাতা:

কেন্দ্র এং  রাজ্যের সরকারকে  একযোগে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেসের  পর্যবেক্ষক গৌরব গগৈ।  তাঁর মনে হয় দুটি  সরকারই উন্নয়ন মূলক কাজ না করে  কোটি টাকার বিজ্ঞাপন দিতেই ব্যস্ত। পাশাপাশি  বুধবার  লোকসভার এই কংগ্রেস  সাংসদ জানালেন রাজ্য নেতাদের কথা  না শুনে কোনও পক্ষের সঙ্গেই  জোট করবে না  কংগ্রেস। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে  চর্চা চলছে  কর্নাটকে  জেডিএস এবং উত্তরপ্রদেশের উপ নির্বাচনে এস পি – বিএসপির মতো দলের সঙ্গে  জোট করে  সাফল্য পাওয়া কংগ্রেস এ রাজ্যে অন্য দলের হাত ধরে  ভোটে  লড়বে। এরই মধ্যে  নতুন প্রদেশ সভাপতি  সোমেন মিত্র বলেছিলেন  সিপিএম বা তৃণমূল- কোনও পক্ষের সঙ্গে না লড়ে একাই ভোটের ময়দানে  নামা  উচিত  কংগ্রেসের। প্রদেশ নেতাদের প্রস্তাবে এআইসিসি রাজি কিনা তা  স্পষ্ট না হলেও গৌরব এটা  জানিয়েছেন জোট  হবে  কিনা তা ঠিক করার আগে রাজ্য নেতাদের  মতকে  গুরুত্ব দেওয়া  হবে।

জোটের অপেক্ষা না করে নিজেদের শক্তি বাড়ান, প্রদেশ কংগ্রেসকে পরামর্শ দিলেন গৌরব গগৈ
 

মাত্র  কয়েকদিন আগে জোটের ব্যাপারে  কার্যত  অনিহা  দেখিয়েছিলেন প্রদেশ সভাপতি। সেদিন তাঁকে বলতে শোনা গিয়েছিল  কংগ্রেস পরগাছা নয় বটগাছ। আর তাই লোকসভা  নির্বাচনে কারও সঙ্গে জোট  হলে আমরা নিজেদের স্বার্থ ত্যাগ  করবো না। জোটে না গিয়ে একা  লড়লে নিজেদের শক্তি বুঝতে পারা যাবে। আমি এক লড়ার পক্ষে।  প্রদেশ কংগ্রেসের এই প্রবীণ নেতা  জানান স্বার্থ ত্যাগ করে  জোট  করবে  না  কংগ্রেস। দুর্গা পুজোর আগে রাজ্যে এসে একথাই জানিয়েছিলেন দলের কেন্দ্রীয় নেতা তথা প্রাক্তন মন্ত্রী সলমন খুরশিদ। একই সঙ্গে  তিনি বলেন অন্য কোনও দল এটা করুক সেটাও চায় না কংগ্রেস। অন্যদিকে, গত বিধানসভা নির্বাচনে  বামেদের হাত  ধরে কংগ্রেস । তাতে ফল ভাল হয়নি। কংগ্রেসের আসন সংখ্যা বাড়লেও রাজ্যে পালা  বদল হয়নি। সে প্রসঙ্গে  প্রদেশ সভাপতি বলেছিলে আমরা কেন বামেদের হাত ধরে ছিলাম, সেটা  রাজ্যের মানুষ  বোঝেনি। সাড়ে তিন দশক ধরে যে দুটি শক্তি নিজেদের মধ্যে  লড়াই করে এসেছে তারা বন্ধু হল কী করে তা রাজ্যের মানুষ বোঝানো যায় নি বলে মনে করেন  তিনি।