This Article is From Dec 28, 2018

টাকা খরচ করছি আমরা আর কৃতিত্ব নিচ্ছে বিজেপিঃ মমতা

এতদিন তাঁর বিরুদ্ধেই এই অভিযোগ করতেন বিরোধী দলের নেতারা। এবার সেই অভিযোগ ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টাকা খরচ করছি আমরা আর কৃতিত্ব নিচ্ছে বিজেপিঃ মমতা

কৃষকদের দেওয়া ফসল বীমা যোজনা নিয়েও সরব হন মমতা।

হাইলাইটস

  • এতদিন তাঁর বিরুদ্ধেই এই অভিযোগ করতেন বিরোধী দলের নেতারা
  • এবার সেই অভিযোগ ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • কয়েকটি প্রকল্পের নাম বদলের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী
কলকাতা:

এতদিন তাঁর বিরুদ্ধেই এই অভিযোগ করতেন বিরোধী দলের নেতারা। এবার সেই অভিযোগ ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বিজেপি সহ অন্য বিরোধী দল গুলির অভিযোগ কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে রাজনৈতিক ভাবে লাভবান হতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু এবার সেই একই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী নিজে। সাগরের প্রশাসনিক বৈঠক থেকে তিনি বললেন বেশ কয়েকটি প্রকল্পের ৮০ শতাংশ টাকাই দেয় রাজ্য  সরকার কিন্তু তার কৃতিত্ব নিয়ে নিচ্ছে কেন্দ্র। আর তাই কয়েকটি প্রকল্পের নাম বদলের নির্দেশও দেন  মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী গ্রাম  সড়ক যোজনার নাম বদলে হচ্ছে বাংলা সড়ক যোজনা। এছাড়া আরও কয়েকটি প্রকল্পের নামও বদলে যাবে। তিনি জানান এই প্রকল্পের সমস্ত খরচই রাজ্য সরকার বহন করবে। তাঁর কথায়  খরচ করছি আমরা আর কৃতিত্ব নিচ্ছে বিজেপি।

"রথযাত্রার নামে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বিজেপি": পার্থ

পাশাপাশি আরও একবার কৃষকদের দেওয়া ফসল বীমা যোজনা নিয়েও সরব হন মমতা। এর আগেও মন্দিরবাজারের জনসভা থেকে ফসল বীমা দেওয়া  নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি রাজ্যের কৃষকদের ফসল বীমার ৮০ শতাংশ টাকাই দিয়েছে তাঁর সরকার। ওই জনসভা থেকে মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ ছিল মোদী সরকার কৃষকদের দাবি দাওয়া পূরণের ব্যাপারে উদাসিন। তাঁর কথায়, ‘ কেন্দ্রীয় সরকার বলছে  ফসল বীমার  পুরো টাকাটাই ওরা  দিচ্ছে। এটা  সম্পূর্ণ বাজে কথা। ওরা মাত্র ২০ শতাংশ টাকা দেয় বাকিটার দায়িত্ব নেয়  রাজ্য সরকার।'  এদিন আরও একবার সেই অভিযোগ করতে শোনা গেল তাঁকে।              



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.