हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 18, 2019

‘‘এবার হয়তো ন্যায়বিচার পাব’’: পেহলু খানের হত্যাতদন্তে নতুন পদক্ষেপের পরে জানাল তাঁর পরিবার

পেহলু খানের হত্যাকাণ্ডে অভিযুক্ত ছ’জনকে মুক্তি দিয়েছে আলওয়ার আদালত। এবার রাজস্থান সরকারের নতুন পদক্ষেপের পরে আবার আশা ফিরে পেয়েছে তাঁর পরিবার

Advertisement
অল ইন্ডিয়া Edited by , Translated By

দু’বছর আগে স্বঘোষিত গো-রক্ষকদের এক দল গো-পাচারকারী সন্দেহে হত্যা করে পেহলু খানকে।

Highlights

  • পেহলু খান হত্যাকাণ্ডে অভিযুক্ত ছ’জনকে মুক্তি দিয়েছে আলওয়ার আদালত
  • এই রায়ে ভেঙে পড়েছিল তাঁর পরিবার
  • রাজস্থান সরকারের নতুন পদক্ষেপের পরে আবার আশা ফিরে পেয়েছেন তাঁরা
নুহ (হরিয়ানা):

গবাদি পশু ব্যবসায়ী পেহলু খানের (Pehlu Khan) হত্যাকাণ্ডে অভিযুক্ত ছ'জনকে মুক্তি দিয়েছে আলওয়ার (Alwar) আদালত। এই রায়ে  ভেঙে পড়েছিল তাঁর পরিবার। কিন্তু রাজস্থান ( Rajasthan) সরকারের নতুন পদক্ষেপের পরে আবার আশা ফিরে পেয়েছেন তাঁরা। রাজস্থান সরকার সিদ্ধান্ত নিয়েছে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের। পেহলু খানের বড় ছেলে ইরশাদ এপ্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে জানান, ‘‘আমরা অত্যন্ত অসন্তুষ্ট আদালতের রায়ে। কিন্তু ইনশাল্লাহ এবার হয়তো আমরা ন্যায়বিচার পাব।'' রাজস্থান সরকারের সিদ্ধান্তে খুশি পেহলু খানের স্ত্রীও। তিনি আদালতের রায়ের বিরুদ্ধে রাজস্থান হাইকোর্টে আপিল করতে বদ্ধপরিকর। দু'বছর আগে স্বঘোষিত গো-রক্ষকদের এক দল গো-পাচারকারী সন্দেহে হত্যা করে পেহলু খানকে। আলওয়ার জেলার ওই মর্মান্তিক ঘটনায় অভিযুক্ত ছ'জনকে গত বুধবার মুক্তি দিয়েছে স্থানীয় আদালত।

দু'দিন পরে রাজস্থানের কংগ্রেস সরকার ঘোষণা করে ওই ঘটনা নিয়ে নতুন করে তদন্ত করার।

পেহলু খান হত্যা মামলায় প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিও ও NDTV স্টিং ভিডিওকে বাতিল করা হল কেন?

Advertisement

পেহলু খানের ছোট ছেলে মুবারিক পেশায় লরি চালক। তিনি জানিয়েছেন, ‘‘আমার দৈনিক রোজগারের সাহায্যে ন'মাস এই মামলা লড়েছি। কিন্তু রায় শুনে আমি ভেঙে পড়েছি। আমরা ন্যায়বিচার পাইনি কেননা তদন্তকারী পুলিশ আধিকারিক মামলাটি লঘু করে দিয়েছিলেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণই পেশ করতে পারেননি।''

মুখ্যমন্ত্রী অশোক গেহলতের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পর সিট গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের নেতৃত্বে রয়েছে‌ন ডেপুটি ইনস্পেকটর জেনারেল নীতিনদীপ বল্লাগান। তিনি খতিয়ে দেখবেন পুলিশি তদন্তের মধ্যে কী ফাঁক রয়ে গিয়েছে। ১৫ দিনের মধ্যে তাঁর রিপোর্ট জমা দেবেন তিনি। এছাড়াও মৌখির প্রমাণ ও অন্যান্য নথি সংগ্রহ করা হবে যেগুলি আগে করা হয়নি।

Advertisement

পেহলু খানের “দুঃখজনক” রায় খতিয়ে দেখবে রাজস্থান সরকার

তদন্তের পর সরকার জেলা আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাবে। মুখ্যমন্ত্রী অশোক গেহলত ওই রায়দানের পরেই টুইট করে জানিয়েছি‌লেন, ‘‘আমাদের রাজ্য সরকার ২০১৯ সালের আগস্টে একটি নতুন আইন এনেছে গণপিটুনির বিরুদ্ধে। মৃত পেহলু খানের পরিবারকে ন্যায় দেওয়ার ব্যাপারে আমরা দায়বদ্ধ। রাজ্য সরকার ওই রায়ের বিরুদ্ধে আপিল করবে।''

Advertisement

(তথ্যসূত্র: এএনআই)

Advertisement