தமிழில் படிக்க Read in English
This Article is From Jul 17, 2018

গোরক্ষা মামলা: ''আইনকে হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারও নেই'' জানাল শীৰ্ষ আদালত

"ভয় এবং অরাজকতার ক্ষেত্রে, রাজ্যকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হয়। অহিংসাকে কোনো ভাবেই অনুমোদন করা যায় না।''

Advertisement
অল ইন্ডিয়া
নিউ দিল্লি :

গোরক্ষার নাম দেশের বিভিন্ন স্থানে কিছুদিন যাবৎ যে অরাজকতা চলছে তার ভিত্তিতেই আজ শীর্ষ আদালত জানিয়ে দিল, কোনো নাগরিকই আইন নিজের হাতে তুলে নিতে পারে না। এর জন্য সরকার আছে। ''আদেশ মেনে চলা ও জনতা কর্তৃক শাসনের হাত থেকে বাঁচানোর কাজ হল রাজ্য সরকারের'', জানিয়েছে সুপ্রিম কোর্ট।   

"ভয় এবং অরাজকতার ক্ষেত্রে রাজ্যকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হয়। অহিংসাকে কোনোভাবেই অনুমোদন করা যায় না''। ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্র এই কথা বলেন।

শীর্ষ আদালত এই হত্যা সংক্রান্ত বিষয়ের জন্য আলাদা করে আইন গঠন করার আবেদন করেছেন সংসদের কাছে।  

এই বিষয়ে তুষার গান্ধী একটা মামলা দায়ের করে জানিয়েছেন যে, আদালত এই মামলা-সংক্রান্ত পূর্ববর্তী আদেশগুলি জারি করেনি।

Advertisement
Advertisement