This Article is From Sep 21, 2018

কৃষকদের থেকে সরাসরি ধান কেনার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য, জানালেন জ্যোতিপ্রিয়

কৃষকদের থেকে সরাসরি ধান কেনার প্রক্রিয়া শুরু  করেছে রাজ্য  সরকার। ধান বিক্রির 72 ঘণ্টার মধ্যে টাকা  কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ।

কৃষকদের থেকে সরাসরি ধান কেনার প্রক্রিয়া শুরু  করেছে রাজ্য, জানালেন জ্যোতিপ্রিয়

মোট 500 টি স্বনির্ভর গোষ্ঠীকে ধান সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হবে।

হাইলাইটস

  • কৃষকদের থেকে সরাসরি ধান কেনার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার
  • ধান বিক্রির 72 ঘণ্টার মধ্যে টাকা কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে
  • প্রকল্প হাতে নিতে সরকারের 4,646 কোটি টাকা খরচ হবে
কলকাতা:

কৃষকদের থেকে সরাসরি ধান কেনার প্রক্রিয়া শুরু  করেছে রাজ্য  সরকার। ধান বিক্রির 72 ঘণ্টার মধ্যে টাকা  কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কল্যাণীর একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি বলেন, এমন প্রকল্প হাতে নিতে সরকারের 4,646 কোটি টাকা খরচ হবে। এদিন তাঁর দপ্তরের একটি ভবন উদ্বোধন করে একথাই বলেন জ্যোতিপ্রিয়। তাঁর মতে এই পদ্ধতি কার্যকর হলে দালালদের দাপট কমানো যাবে। রাজ্যের বিভিন্ন জেলায় কৃষকদের নাম নথিভুক্ত করার  কাজ শুরু হচ্ছে। মন্ত্রী জানান নদীয়ায় পররে মাসের1 তারিখ থেকে নাম নথিভুক্ত করার কাজ শুরু হবে।

মোট 500 টি স্বনির্ভর গোষ্ঠীকে ধান সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হবে। তাদের কাছ থেকে সেই ধান সংগ্রহ করবে রাজ্য প্রশাসন। আর এই কাজের জন্য ক্যুইন্টাল প্রতি 31.25 টাকা করে কমিশন পাবে রাজ্য। গোটা প্রক্রিয়া যাতে ভালভাবে হতে পারে তার জন্য হেল্প লাইন নম্বর চালু হবে।

অন্যদিকে মন্ত্রী জানান এফসিআইয়ের থেকে চালের দাম বাবদ 400 কোটি টাকা পায় রাজ্য সরকার। তবু মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধায়ের নির্দেশে চালের সরবরাহ বন্ধ করা হয়নি। এই অনুষ্ঠান থেকেই তিনি জানান কৃষকদের উৎসাহ দিতে ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে। কেন্দ্রের ঠিক করা দর 1750টাকা। তার থেজে আরও কুড়ি টাকা বেশি দিচ্ছে রাজ্য।        

.