This Article is From Mar 12, 2019

সাত লক্ষ টাকার জাল নোট সহ কলকাতা থেকে গ্রেফতার ২

বুধবার রাতে হেয়ার স্ট্রিট থানা সংলগ্ন অঞ্চল থেকে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement
Kolkata

জাল ২০০০ টাকার নোটে মোট সাত লক্ষ টাকা ছিল। (ছবি প্রতীকী)

কলকাতা:

ফের ধরা পড়ল জাল নোট। গত সপ্তাহেই রাজ্যের একাধিক জায়গা থেকে জালনোট পাচারকারীদের ধরা হয়েছিল। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল আবার। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এই শহর থেকে সাত লক্ষ টাকার জাল নোট সহ পাকড়াও করল দুজন পাচারকারীকে। বুধবার রাতে হেয়ার স্ট্রিট থানা সংলগ্ন অঞ্চল থেকে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সংবাদসংস্থা পিটিআইকে কলকাতা পুলিশের এক পদস্থ কর্তা জানান, তাদের কাছে জাল ২০০০ টাকার নোটে মোট সাত লক্ষ টাকা ছিল। ওই দুই অভিযুক্তের নাম রাজ্জাক শেখ এবং বিকাশ কুমার লোদি। তারা যথাক্রমে মালদার কুম্ভিরা এবং উত্তরপ্রদেশের উন্নাও-এর বাসিন্দা।

তিনি পিটিআইকে আরও জানিয়েছেন, ওই দুই অভিযুক্তের নাম ভারতীয় দণ্ডবিধির ভিন্ন ভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement