ভিডিওয় দেখা গিয়েছে, পাঁউরুটির ব্যাগের ভিতর থেকে বেরিয়ে আসছে এক ইঁদুর।
নামের মার্কিন খাদ্য ও পানীয় সংস্থার ডাবলিনে অবস্থিত এক স্টোর। কী দেখা গিয়েছিল ভিডিওয় (Viral Video)? এক বড়সড় ইঁদুর পাউরুটির ব্যাগের ভিতর থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে ওই ভিডিওয়। সংবাদমাধ্যম ‘ইন্ডিপেন্ডেন্ট' সূত্রে জানা যাচ্ছে, ওই স্টোর বন্ধ করে দেওয়া হয়েছে। চেরি অর্চার্ডের ওই স্টোরের ভিডিওটি গত সপ্তাহেই প্রকাশ্যে আসে। বুধবার ওই ভিডিওটি তোলা হয়েছিল। এক পেট্রল স্টেশনে অবস্থিত এক খাবারের দোকানে ভিডিওটি শ্যুট করা হয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে, পাঁউরুটির ব্যাগের ভিতর থেকে বেরিয়ে আসছে এক ইঁদুর। তারপর সে অদৃশ্য হয়ে যাচ্ছে ওভেনের পিছনে।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই হইহই শুরু হয়। দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে থাকে সেটি। ভাইরাল হয়ে যায়।
নদীতে দেখা গেল ৬৫ ফুটের রহস্যময় 'দৈত্য',জল থেকে বেরোনোর পর...দেখুন ভিডিও
বহু মানুষ ভিডিওটি দেখে আঁতকে উঠে কমেন্ট করেছেন ভিডিওর তলায়।
টুইটারে একজন লিখেছেন, ‘‘অ্যাপল গ্রিনের ভিডিওটায় ইঁদুরকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছি। বাড়ির বাইরে খাওয়ার পরিকল্পনা ত্যাগ করেছি।''
অন্য একজন বলেছেন, ‘‘অ্যাপল গ্রিনে ইঁদুর দেখে আমি খুব চমকাইনি। ওদের দোকানগুলো নোংরা।''
‘আইরিশ মিরর' সূত্রে জানা যাচ্ছে, ‘অ্যাপল গ্রিন' এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘আমাদের চেরি অর্চার্ডের সাইটটি আপাতত বন্ধ রাখা হয়েছে পেস্ট কন্ট্রোলের জন্য।''
পাশাপাশি বলা হয় ঘটনার পূর্ণ তদন্ত করা হচ্ছে। ক্রেতাদের স্বাস্থ্য ও সুরক্ষা তাদের প্রথম লক্ষ্য বলেও জানানো হয়। এই ইস্যুকে যে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তাও বলা হয় ওই বিবৃতিতে।
ভিডিও দেখুন
Click for more
trending news